অনলাইনে আমাজন শপিং কি ভাবে করতে হয় জানুন
আড়ং অনলাইন শপিং করার উপায় জানুন প্রিয় পাঠকগণ আপনি কি অনলাইনে আমাজন শপিং অথবা আমাজন শপিং বাংলাদেশ
সম্পর্কে জানতে গুগলে সার্চ করেছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য একটি উপযুক্ত
ইনফরমেশনাল হবে। বর্তমান সময়ে আমরা সকলে অনলাইনে কেনাকাটা করতে বেশ পছন্দ করে
থাকি। অনলাইনে কেনাকাটা করার জন্য আমাজন শপিং আমাদের সকলের কাছে জনপ্রিয় একটি
ওয়েবসাইট।কিন্তু আমরা অনেকেই অনলাইনে আমাজন শপিং থেকে কিভাবে কেনাকাটা করব সে
সম্পর্কে জানিনা।
ফলে কেনাকাটা করার সময় আমরা বিব্রতি বোধ করে থাকি। তাই আপনাদের আমাজন থেকে
কেনাকাটা সহজ করে দেওয়ার জন্য আজকের এই আর্টিকেল প্রকাশ করা। আশা করি সম্পূর্ণ
আর্টিকেলটি পড়ার পর আপনি অনলাইনে আমাজন শপিং থেকে সহজেই কেনাকাটা করতে পারবেন।
চলুন তাহলে দেরি না করে অনলাইনে আমাজন শপিং অথবা আমাজন শপিং বাংলাদেশ সম্পর্কে
জানতে নিচের অংশটুকু মনোযোগ দিয়ে পড়ুন।
সূচিপত্র: অনলাইনে আমাজন শপিং কি ভাবে করতে হয় জানুন
অনলাইনে আমাজন শপিং/আমাজন শপিং বাংলাদেশ
আমরা জানি আমাজন শপিং অ্যাপ একটি ইন্টারন্যাশনাল শপিং অ্যাপ। ইন্টারন্যাশনাল শপিং
অ্যাপ হওয়ার কারণে আমরা অনেকে অনলাইনে আমাজন শপিং থেকে কেনাকাটা করার সময় বুঝতে
পারিনা কিভাবে কেনাকাটা করব। যদিও আমাজন থেকে কেনাকাটা করা অত্যন্ত সহজ। চলুন
তাহলে জানা যাক আপনি কিভাবে সহজেই আমাজন শপিং অ্যাপ থেকে কেনাকাটা করবেন।
আরো পড়ুন:দারাজ অনলাইন শপিং করার নিয়ম জানুন
প্রথমত আপনাকে আপনার ফোন দিয়ে আমাজন ওয়েবসাইট গুগলে সার্চ করতে হবে। এর জন্য
আপনাকে প্রথমেই google এ প্রবেশ করতে হবে। গুগলে প্রবেশ করার পর আপনাকে
Amazon.com লিখে সার্চ করতে হবে। সহজে বুঝার জন্য নিচের ছবিটির লক্ষ্য করুন।
উপরের ছবি অনুযায়ী google এ সার্চ করার পর আপনার সামনে এমন একটি পেজ দেখাবেন।
সেখানে আপনাকে কিছু ইমেজ ক্যারেক্টার লিখতে হবে। এটি সাধারণত সিকিউরিটি পারপাসে
দেওয়া হয়ে থাকে। উপরে লিখে দেওয়া অক্ষর গুলো দেখে দেখে সঠিকভাবে লিখতে হবে।
লিখার পর Continue shopping-এ ক্লিক করতে হবে। সহজে বুঝার জন্য নিচের ছবিটি
লক্ষ্য করুন।
এভাবে আপনি সহজে আমাজন শপিং অ্যাপ এ ঢুকতে পারবেন। আমাজনের ওয়েবসাইটে প্রবেশ
করার পর আপনার সামনে এমন একটি পেজ প্রদর্শিত হবে। নিচের ছবিটি লক্ষ্য করুন।
এরপর আপনাকে কেনাকাটা করার জন্য আমাজনে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার
জন্য আপনাকে নিম্নে চিহ্নিত করা অংশে প্রবেশ করতে হবে।
চিহ্নিত করা অংশে প্রবেশ করার পর আপনাকে sign in ক্লিক করতে হবে। সহজে বুঝার জন্য
নিজের ছবিটি লক্ষ্য করুন।
sign in ক্লিক করার পর নিম্নের ছবির মত আপনার সামনে একটি পেজ প্রদর্শিত হবে।
সেখান থেকে আপনাকে create your Amazon account অপশন এ ক্লিক করতে হবে। নিচের
ছবিটি লক্ষ্য করুন।
উপরোক্ত অপশনে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে যেখানে আপনার নাম,
মোবাইল নম্বর অথবা ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে। সকল অপশন গুলো সঠিকভাবে পূরণ
করার পর continue বাটনে ক্লিক করতে হবে।
Continue বাটনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ আসবে। যেখানে আপনাকে
আপনার ইমেইলে একটি ওটিপি নাম্বার পাঠানো হবে। ইমেইল থেকে ওটিপি নাম্বারটি
সঠিকভাবে বসানোর পর create your Amazon account এই অপশনে ক্লিক করতে হবে।
অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেলে আপনার সামনের নিচের ছবিটির মত একটি পেজ দেখাবে।
অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেলে আপনি আপনার পছন্দমত যে কোন প্রোডাক্ট আমাজন থেকে
কিনতে পারবেন। আমাজন থেকে প্রোডাক্ট কিনতে হলে আপনাকে search Amazon এই অপশনে
ক্লিক করে আপনার পছন্দমত যেকোনো জিনিস সার্চ করতে পারবেন। সহজেই বুঝতে নিচের
ছবিটি লক্ষ্য করুন।
পছন্দমত যে কোন প্রোডাক্ট সিলেক্ট করার পর প্রোডাক্ট এর ওপর ক্লিক করতে হবে।
ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে।
এই পেজ থেকে আপনাকে buy now অপশনে ক্লিক করতে হবে। সহজে বুঝতে নিচের ছবিটি লক্ষ্য
করুন।
buy now এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে যেখানে country,
full name, phone number, address, City, state, zip code ইত্যাদি বিষয় গুলো
পুরন করতে হবে।
উপরোক্ত বিষয়গুলো সঠিকভাবে পূরণ করার পর আপনাকে payment method এ ক্লিক করতে
হবে। সেখানে আপনি কিভাবে আপনার পছন্দের প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সে
বিষয়গুলো পূরণ করতে হবে। সঠিকভাবে এ বিষয়গুলো পূরণ করার পর আপনি যেকোনো সময়
পছন্দমত প্রোডাক্ট কিনতে পারবেন। সহজেই বুঝতে নিচের ছবিটি লক্ষ্য করুন।
আশা করি উপরোক্ত বিষয়গুলো আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। উপরোক্ত বিষয়গুলো
সঠিক নিয়মে পূরণ করার পর আপনিও সহজে আমাজন থেকে যেকোনো জিনিস ক্রয় করতে পারবেন।
পছন্দনীয় কোন প্রোডাক্ট ক্রয় করার পূর্বে অবশ্যই তার ফেব্রিক ডিটেলস জেনে ক্রয়
করবেন। আশা করি অনলাইনে আমাজন শপিং অথবা আমাজন শপিং বাংলাদেশ সম্পর্কে আপনারা
জানতে পেরেছেন।
পরিশেষে কথা/অনলাইনে আমাজন শপিং/আমাজন শপিং বাংলাদেশ
আধুনিকতার যুগে আমাদের মধ্যে অনেকেই ঘরে বসে প্রয়োজনীয় জিনিস অনলাইনে ক্রয় করে
থাকি। এ সকল জিনিস অনলাইনে ক্রয় করার জন্য আমাজন আমাদের সকলের কাছে বেশ
জনপ্রিয়। তাই আপনাদের অনলাইনে কেনাকাটা কে সহজ করে তোলার জন্য আজকের এই আর্টিকেল
লিখা।
আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন অনলাইনে আমাজন শপিং অথবা
আমাজন শপিং বাংলাদেশ সম্পর্কে। আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে।
আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে
মতামত প্রকাশ করুন। এমন আরো অনেক তথ্য পেতে
www.twestinfo.com পেজে চোখ রাখুন।
টুইস্ট ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্টের উত্তর দেয়া হয়।
comment url