পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম (সকল দেশের) ২০২৪

বাংলাদেশের ভিসা আবেদন করার নিয়মবিদেশে শিক্ষা কিংবা ভ্রমণ করার জন্য আমরা ওই দেশের ভিসা পাওয়ার জন্য আবেদন করে থাকি। আর ভিসা আবেদন করার পর আমাদেরকে ভিসা চেক করে দেখতে হয় আমরা ঐ দেশের ভিসা পেয়েছি কিনা। প্রিয় পাঠক আপনি যদি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
আমাদের দেশে অসংখ্য মানুষ রয়েছে যারা পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানেনা। যার ফলে বিভিন্ন দালাল কিংবা এজেন্সির কাছে যেতে হয়। অনেক সময় এই সকল দালাল এবং এজেন্সি আমাদেরকে প্রতারণা শিকার করতে পারে। তাই আজকের আর্টিকেলের মাধ্যমে আপনি ঘরে বসে কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায় সেই সম্পর্কে জানতে পারবেন। উপরোক্ত বিষয় সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
সূচিপত্র: পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

যেকোনো দেশের ভিসা আবেদন করার পর আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। ওই ভিসা চেক করার জন্য আপনাকে আবেদনকৃত দেশের নাম দিয়ে গুগলে সার্চ করতে হবে। যেমন: কাতার ভিসা চেক, মালয়েশিয়ার ভিসা চেক, কুয়েত ভিসা চেক, ইতালি ভিসা চেক ও সৌদি ভিসা চেক ইত্যাদি লিখে আপনাকে সার্চ করতে হবে।
বর্তমান সময়ে বাংলাদেশের অসংখ্য মানুষ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ কিংবা কাজের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। বিদেশে যাওয়ার জন্য আপনার অবশ্যই ভিসার প্রয়োজন পড়বে। তবে দেশ অনুযায়ী ভিসা চেক করার নিয়মে কিছুটা ভিন্নতা রয়েছে। আপনি যে দেশে যেতে চাচ্ছেন বা যে দেশের ভিসার জন্য আবেদন করেছেন তার নামসহ গুগলে সার্চ করতে হবে। চলুন তাহলে বিভিন্ন দেশের ভিসার জন্য পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম জানা যাক।

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

আপনি যদি ভ্রমণ কিংবা কাজের জন্য ইন্ডিয়াতে পাড়ি জমাতে চান তাহলে ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রে প্রথমে আপনাকে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদন করার পর আপনি কিছুক্ষণের মধ্যেই ভিসা কি অবস্থায় রয়েছে তা সহজেই দেখতে পারবেন। মোবাইল কিনবা ল্যাপটপ ব্যবহার করে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন। চলুন তাহলে জানা যাক পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সমূহের ধাপগুলো:

  • ১.প্রথমে আপনাকে গুগলে Indian visa Check লিখে সার্চ করতে হবে। এরপর আপনি প্রথমেই ইন্ডিয়ান ভিসা চেক করার একটি লিংক দেখতে পাবেন। ওই লিংকে ইন্ডিয়ান ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক।
  • ২.ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে Visa Enquiry নামের একটি অপশন আসবে। এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে।
  • ৩.অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি ফ্রম পেজ আসবে। সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন আইডি ও আপনার পাসপোর্ট নাম্বার সঠিকভাবে তুলতে হবে।
  • ৪. এপ্লিকেশন আইডিতে আপনার ভিসা ডেলিভারি স্লিপে থাকা ওয়েব ফাইল নাম্বারটি বসাতে হবে। ওই নাম্বারটি সাধারণত ১২ ডিজিটের হয়ে থাকে।
  • ৫.Passport no অবসানে আপনাকে আপনার পাসপোর্ট নাম্বার সঠিক ভাবে বসাতে হবে।
  • ৬. এরপর আপনাকে please enter above text অপশনে সঠিকভাবে উপরে থাকা অক্ষর গুলো বসাতে হবে।
  • ৭. এরপর আপনাকে check status বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর আপনার ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশনের স্ট্যাটাসটি দেখাবে।
  • ৮. ভিসা স্ট্যাটাস এর rejected লেখা থাকলে আপনাকে বুঝতে হবে ভিসা আবেদনটি বাতিল হয়েছে। Under processing লেখা থাকলে বুঝতে হবে বিষয়টি এখনো কমপ্লিট হয়নি। এবং completed and printed লেখা থাকলে বুঝতে হবে বিষয়টি তৈরি করা হয়েছে।
উপরোক্ত বিষয়গুলো অনুসরণ করে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করলে আপনি সঠিক এবং নিশ্চিত তথ্য পাবেন। তাছাড়া ভিসার চেক করার জন্য আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না আপনি সরাসরি বাসায় বসে ভিসা চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরব ভিসা চেক করার নিয়ম

আপনি যদি সৌদি আরব যাওয়ার জন্য ভিসার আবেদন করে থাকেন তাহলে প্রথমে আপনাকে গুগলে সৌদি আরব ভিসা চেক লিখে সার্চ করতে হবে। যেহেতু সৌদি আরব একটি মুসলিম কান্ট্রি হওয়ায় এর তথ্য অথবা তথ্যের ভাষা কিছুটা ভিন্ন ধরনের হতে পারে।তাই আপনাকে প্রথমে সৌদি আরব ভিসা চেক লিংক এ প্রবেশ করার পর ওয়েবসাইটের ভাষা ইংরেজি করে নিতে হবে।
আপনি যদি সৌদি আরবের ভিসা চেক করার জন্য প্রথম চেষ্টা করে থাকেন তাহলে আপনার বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে তাই যে ব্যক্তি বুঝতে পারবে তাকে দিয়ে ভিসা চেক করানোই ভালো হবে। চলুন তাহলে জানাজা পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরব ভিসা চেক করার নিয়ম।

  • ১. প্রথমে আপনাকে Saudi Arab visa check লিখে গুগলে সার্চ করতে হবে। প্রথমে যে ওয়েবসাইটের লিংকটি দেখতে পাবেন তাতে প্রবেশ করবেন।
  • . প্রবেশ করার পর আপনাকে কিছু তথ্য দিতে হবে যেমন: passport number, visa type, image code, current nationality এবং visa issuing authority।
  • ৩. Passport number: এই অপশনে আপনাকে আপনার পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে বসাতে হবে।Visa type: এখানে আপনি সৌদি আরব কিসের জন্য যাচ্ছেন তার ধরনের উপর নির্ধারণ করে বিচার ধরন পূরণ করতে হবে। কাজের জন্য গেলে হবে work এবং ভ্রমণের জন্য গেলে হবে visit।
  • ৪. Current nationality: এখানে আপনাকে আপনার জাতীয়তা বসাতে হবে অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক। Visa issuing authority: এই অপশনে আপনাকে এই ইসুকারী দূতাবাসের অবস্থান বসাতে হবে। Image code: এই অপশনে আপনার কে উপরে লিখে রাখা বক্সে লেটার বা নম্বর গুলো সঠিকভাবে পূরণ করতে হবে।
  • ৫. উপরোক্ত সকল বক্সের information সঠিকভাবে পূরণ করার পর সার্চ অপশন এ ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার পর আপনার ভিসার আপডেট দেখাবে।
উপরোক্ত বিষয়গুলো অনুসরণ করে আপনি সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন। অবশ্যই সঠিক ভাবে প্রতিটি বক্স পূরণ করার চেষ্টা করতে হবে। ভুল পূরণ করার কারণে পুনরায় আপনাকে প্রথম থেকে ভিসা চেক করতে হবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

আপনি যদি ভ্রমণ কিংবা কাজের জন্য মালয়েশিয়া যেতে চান তাহলে প্রথমে আপনাকে মালয়েশিয়া ভিসা আবেদন পত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর আপনি মালয়েশিয়ার ভিসা চেক করতে পারবেন। চলুন তাহলে জানা যাক পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার ধাপসমূহ:

  • ১. প্রথমে আপনাকে Malaysia visa check লিখে গুগলে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমেই আপনার সামনে মালয়েশিয়ার অফিসিয়াল ভিসা চেক করার ওয়েবসাইটটি চলে আসবে। এরপর আপনাকে ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।
  • ২. ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে কিছু অপশন দেখাবে যেমন: document number, country issue, document due date. সঠিক তথ্য দিয়ে আপনাকে এই অপশন গুলো পূরণ করতে হবে।
  • ৩. Document number: এখানে আপনাকে আপনার বৈধ পাসপোর্ট এর নাম্বারটি সঠিকভাবে বসাতে হবে। Country issue: এই অপশনে আপনাকে আপনার দেশের নাম সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে বাংলাদেশ এবং ইন্ডিয়ান নাগরিক হলে ইন্ডিয়া বসাতে হবে।
  • ৪. উপরের অপশন গুলো সঠিকভাবে পূরণ করার পর আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পর আপনার সামনে আপনার ভিসার অবস্থা দেখাবে।
উপরোক্ত ধারা গুলো অনুসরণ করে আপনি সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক করতে পারবেন। অপশনগুলো পূরণ করার পূর্বে অবশ্যই সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম

বর্তমান সময়ে কাজের জন্য বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক মানুষ কাতার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। কাতার যাওয়ার পূর্বে আমাদেরকে অবশ্যই কাতারের ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা আবেদন করার পর আপনি অনলাইনে ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। চলুন তাহলে জানা যাক পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে।

  • ১. কাতার ভিসা চেক করার জন্য আপনাকে গুগলে moi visa enquiry লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার সামনে কাতারের অফিসিয়াল ভিসা চেক করার ওয়েবসাইটটি চলে আসবে।
  • ২. ওয়েবসাইটের প্রবেশ করার পর আপনার সামনে visa enquiry and printing নামে একটি পেজ আসবে।
  • ৩. এই পেজে আপনাকে বিভিন্ন অপশন দেওয়া হবে যেমন: visa number, passport number, nationality, verified Code ইত্যাদি।
  • ৪. প্রতিটি বক্সে আপনাকে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এখানে আপনি ভিসা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিয়েও ভিসা চেক করতে পারবেন।
  • ৫. সকল বক্সের তথ্য সঠিকভাবে পূরণ করার পর আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনার সামনে কাতার ভিসার স্ট্যাটাস চলে আসবে।
উপরোক্ত বিষয়গুলো অনুসরণ করে আপনি সহজেই ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে পারবেন। ভিসা চেক করার সময় অবশেষে সঠিক তথ্য প্রদান করতে হবে এবং সঠিকভাবে অনুসরণ করতে হবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক করার নিয়ম

কুয়েতে কাজের জন্য কিংবা ভ্রমণের জন্য যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে বিচার জন্য আবেদন করতে হবে। ভিসা আবেদন করার পর আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে কুয়েতের ভিসা চেক করতে পারবেন। তাই সহজে কিভাবে ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েতের ভিসা চেক করতে পারবেন সে সম্পর্কে জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • ১. কুয়েতের ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে গুগলে Kuwait Visa application status লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমে আপনার সামনে কুয়েতের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে।
  • ২. এরপর আপনার আপনার সামনে কিছু অপশন দেখাবে। যেমন: e visa reference number, passport number. এই দুইটি অপশনে আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে।
  • ৩.evisa reference number: এ বক্সে আপনাকে ভিসার রেফারেন্স নাম্বারটি সঠিকভাবে বসাতে হবে। এই অপশনটি বুঝতে না পারলে অবশ্যই অভিজ্ঞদের সাথে আলোচনা করুন।
  • ৪. Passport number: এই অপশনে আপনাকে আপনার সঠিক ও বৈধ পাসপোর্ট নাম্বারটি বসাতে হবে।
  • ৫. ওপরে দুইটি অপশন এর কাজ শেষ হলে আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পর আপনি কুয়েতের ভিসার স্ট্যাটাসটি সামনে দেখতে পাবেন।
উপরোক্ত নিয়ম মেনে আপনি সহজেই ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েতে ভিসা চেক করতে পারবেন। ভিসা চেক করার সময় বুঝতে না পারলে অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ নিন এবং তাদেরকে দিয়ে ভিসা চেক করান।
আশা করি উপরোক্ত বিষয়গুলো পড়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে। পাসপোর্ট নাম্বার দিয়ে অতি সহজে ভিসা চেক করা যায় এই সম্পর্কে আমাদের মধ্যে অনেকেই জানে না যার কারণে অনেক ধরনের দালাল কিংবা এজেন্সির পেছনে ঘোরাঘুরি করতে হয়। আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন।

পরিশেষে কথা | পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

বর্তমান সময়ে দেশের বাইরে ভ্রমণ কিংবা কাজের জন্য অত্যাধিক মানুষই আগ্রহ প্রকাশ করছে। দেশের বাহিরে কাজের জন্য পাশাপাশি শিক্ষার জন্য যদি যেতে চান তাহলে অবশ্যই নির্ধারিত দেশের ভিসা আবেদন কেন্দ্রে ভিসার জন্য আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর কোন প্রকার ভোগান্তির মুখে পড়তে না চাইলে সহজে ঘরে বসে পাসপোর্ট দিয়ে ভিসা চেক করুন।
আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে। আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লাগবে। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করুন। এমন আরো তথ্য সম্পর্কে জানতে www.twestinfo.com পেজে চোখ রাখুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টুইস্ট ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্টের উত্তর দেয়া হয়।

comment url