আড়ং অনলাইন শপিং করার উপায় জানুন ২০২৪
দারাজ অনলাইন শপিং করার নিয়ম জানুন
বর্তমানে বাংলাদেশ সহ দেশের বাহিরে ও মানুষের মন জয় করে নিয়েছে আড়ং অনলাইন
শপিং।বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় আড়ং এর শপিং মল রয়েছে এবং সেখানে
লাইফস্টাইল এর সমস্ত জিনিস খুব সহজে কেনাকাটা করা যায়।আমাদের মধ্যে অনেকেই
জানেনা আড়ং থেকে অনলাইনে কিভাবে শপিং করতে হয়। তাই আজকে আপনাদেরকে জানাবো আড়ং
অনলাইন শপিং এবং আড়ং অনলাইন শপিং বাংলাদেশ সম্পর্কে।
বর্তমানে ছোট বড় সকলের হাতে এন্ড্রয়েড স্মার্টফোন রয়েছে এবং স্মার্টফোন থাকার
কারণে বাংলাদেশে এই কমার্স ওয়েবসাইট গুলো খুব সুন্দর ভাবে ব্যবসা করতে পারছে।
তাই সকলের কথা চিন্তা করে বর্তমানে আড়ংয়ের একটি ওয়েবসাইট রয়েছে যেখান থেকে
আপনি খুব সহজেই অনলাইন এর মাধ্যমে কেনাকাটা করতে পারবেন।আপনি যদি ঘরে বসে আড়ং
অনলাইন শপিং করতে চান তাহলে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
সূচিপত্রঃ আড়ং অনলাইন শপিং করার নিয়ম জানুন ২০২৪
আড়ং অনলাইন শপিং
মুসলমানদের ঈদের উৎসব এবং হিন্দুদের দূর্গা পূজা সহ অন্যান্য ধর্মীয় উৎসবে
মার্কেট গুলোতে অনেক ভিড় থাকে।অনেক মানুষের ভিড় থাকার কারণে শান্তি মতো শপিং
টাও ঠিকঠাক মতো অনেকে করতে পারে না। তাই সকলের সুবিধার্থে আড়ং নিজস্ব একটি ই
কমার্স ওয়েবসাইট খুলেছে।কিছুদিন আগে করোনাভাইরাস তার তান্ডবলীলা গুলো যেভাবে
চালিয়েছে অনেকেই ঘর থেকে বের হতে পারে নাই।
আরো জানুনঃ টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে ২০২৪
করোনা ভাইরাস চলাকালীন ধর্মীয় যে সকল উৎসবগুলো ছিল সেগুলোতে তেমন কেউ শপিং করতে
পারে নাই। তবে এখন থেকে আপনারা চাইলে যে কোন পরিস্থিতিতেই ঘরে বসে অনলাইনের
মাধ্যমে আড়ং থেকে শপিং করতে পারবেন খুব সহজেই।আপনারা যে কোন ধর্মীয় উৎসবে বা
আপনার প্রয়োজনীয় যে কোন পোশাকটি আপনি আড়ং এর ওয়েবসাইট থেকে নির্দ্বিধায় নিতে
পারেন।কারণ বাংলাদেশের ই-কমার্স ওয়েবসাইট গুলোর মধ্যে অন্যতম একটি ওয়েবসাইট
রয়েছে আড়ংয়ের।
আড়ং অনলাইন শপিং এর মাধ্যমে শুধু পোশাক কেনাকাটাও করতে পারবেন এমনটা নয়।
আড়ংয়ের ওয়েবসাইটে পোশাক ছাড়াও নানা প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন খুব সহজে।
ছোট বড় সব বয়সী নারী-পুরুষের পোশাক সহ ঘরের নানা জিনিসপত্র আড়ং থেকে কিনতে
পারবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে।আড়ং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অথেন্টিক ফ্যাশন
ব্র্যান্ড।
আরো জানুনঃ
অনলাইন ভিসা আবেদন ফরম ২০২৪
আড়ংয়ে আপনি শাড়ি, কাপড়, সালোয়ার, কামিজ,পাঞ্জাবি অলংকার, ছোটদের ড্রেস সহ নানা
ধরনের ফ্যাশন আইটেম খুব সহজেই পাবেন।যদি কোন সমস্যার কারণে আড়ংয়ের আউটলোড গুলো
বন্ধ থাকে তাহলে অনলাইন সেবা চালু থাকবে। আপনি যদি শপিং করতে চান তাহলে এখনই
ভিজিট করুন আড়ংয়ের ওয়েবসাইটে।আড়ং অনলাইন শপিং করার নিয়ম নিচে উল্লেখ করা
হলো।
- সর্বপ্রথম আপনাকে গুগল ব্রাউজারে যেতে হবে এবং আড়ংয়ের ওয়েবসাইটে (www.aarong.com) প্রবেশ করতে হবে।
- আরং-এর ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে অনেকগুলো ক্যাটাগরি আসবে যেমন: ম্যান, ওম্যান, কিডস,জুয়েলারি, গিফট সহ স্কিন এবং হেয়ার কেয়ার করার জন্য সকল সামগ্রীর ক্যাটাগরি একসাথে পেয়ে যাবেন।
- এরপর আপনার প্রয়োজনীয় ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনার যে ড্রেসটি পছন্দ বা যেই প্রোডাক্টটি পছন্দ হয়েছে সেটাতে ক্লিক করতে হবে।
- প্রোডাক্টটি ভালোমতো যাচাই-বাছাই করে আপনি আপনি কত পিস নিবেন এবং আপনার সাইজটি সিলেক্ট করতে হবে।
- আপনার সমস্ত কার্যক্রম গুলো কমপ্লিট হয়ে গেলে এবং আপনার প্রোডাক্টটি যাচাই-বাছাই করা সম্পূর্ণ হলে আপনাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার সামনে পেমেন্ট এর অপশন আসবে সেখানে আপনাকে জানিয়ে দেওয়া হবে কয়দিনের মধ্যে আপনার কাছে প্রোডাক্টটি পৌঁছে দিবে।
- তাদের সমস্ত শর্তগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পেমেন্ট করে কনফার্ম করতে হবে।
বর্তমানে যদি আপনার কাছে ইন্টারনেট সংযুক্ত একটি স্মার্টফোন হাতে থাকে তাহলে খুব
সহজে আপনার ঘরে বসে আড়ং অনলাইন শপিং করতে পারবেন।আশা করি সকলেই জানতে পেরেছেন আড়ং
অনলাইন শপিং করার নিয়ম সম্পর্কে।
মন্তব্য: আরং অনলাইন শপিং
পছন্দ মত অনলাইন শপিং করতে চাইলে অবশ্যই আড়ং অনলাইন শপিং থেকে কেনাকাটা করবেন।
কারণ আড়ংয়ের প্রোডাক্টগুলোর রুচিশীল। যে কেউ দেখলেই পছন্দ করতে বাধ্য। আশা করি
আজকের আর্টিকেলটি পরে আড়ং অনলাইন শপিং করার নিয়ম সম্পর্কে সকলে জানতে
পেরেছেন।এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন
টুইস্ট ইনফো
ওয়েবসাইটে ধন্যবাদ।
টুইস্ট ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্টের উত্তর দেয়া হয়।
comment url