জায়নামাজের দোয়া আরবি,বাংলা অর্থসহ উচ্চারণ ও জায়নামাজের দোয়া কোন সূরার আয়াত সম্পর্কে জানুন

তাহাজ্জুদ নামাজের ফজিলত জানুন প্রিয় পাঠক আপনি কি জায়নামাজের দোয়া আরবি, জায়নামাজের দোয়া বাংলা উচ্চারণ, জায়নামাজের দোয়া কখন পড়তে হয়, জায়নামাজের দোয়া কোন সূরার আয়াত ও জায়নামাজের দোয়া পড়া কি বিদআত এই সম্পর্কে জানতে গুগলে সার্চ করেছেন?
জায়নামাজের দোয়া আরবি,বাংলা অর্থসহ উচ্চারণ ও  জায়নামাজের দোয়া কোন সূরার আয়াত
তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেল এর মাধ্যমে আপনি উপরোক্ত সকল বিষয়ে সঠিক তথ্য পেয়ে যাবেন। তাই জায়নামাজের দোয়া ও জায়নামাজের দোয়া পড়া কি বিদআত ইত্যাদি সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
সূচিপত্র: জায়নামাজের দোয়া আরবি,বাংলা অর্থসহ উচ্চারণ ও জায়নামাজের দোয়া কোন সূরার আয়াত সম্পর্কে জানুন

জায়নামাজের দোয়া/জায়নামাজের দোয়া আরবি

আমাদের মধ্যে প্রায় অনেক মুসলিম ব্যক্তি নামাজ পড়ার পূর্বে যায় নামাজের দোয়া পড়ে থাকি। আবার অনেকেই জায়নামাজের দোয়া আরবি সম্পর্কে জানে না। যদিও জায়নামাজের দোয়া পড়া অত্যন্ত সহজ একটি আমল। তাই জায়নামাজের দোয়া আরবি সম্পর্কে জানতে অনেকেই গুগলে সার্চ করে থাকেন। তাই আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জায়নামাজের দোয়া আরবি সম্পর্কে জানতে পারবেন।

জায়নামাজের দোয়া আরবি উচ্চারণ: اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَالسَّمَوَتِ وَاْلاَرْضَ حَنِيْفَاوَّمَااَنَا مِنَ الْمُشْرِكِيْنَ

জায়নামাজের দোয়া আরবি বাংলা উচ্চারণ: ইন্নি ওয়াজ্জাহাতু ওজহিয়া লিল্লাযী ফাতারাচ্ছামাওয়াতি ওয়াল আরদা হানিফাঁও ওয়ামা আনা মিনাল মুশরিকীন।

জায়নামাজের দোয়া বাংলা উচ্চারণ/জায়নামাজের দোয়া বাংলা অর্থসহ

আমাদের মধ্যে অনেক মুসলিম ভাই-বোনরা আরবিতে জায়নামাজের দোয়া পড়তে পারেনা। যার কারনে তারা জায়নামাজের দোয়ার বাংলা অর্থ কিংবা বাংলা উচ্চারণ সম্পর্কে জানতে গুগলে সার্চ করে থাকে। তাই তাদের জন্য আজকের আর্টিকেলে যায় নামাজের দোয়া বাংলা উচ্চারণ ও জায়নামাজের দোয়া বাংলা অর্থসহ প্রকাশ করা হয়েছে। বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ জায়নামাজের দোয়া সম্পর্কে জানতে নীচে লক্ষ্য করুন।

জায়নামাজের দোয়া বাংলা উচ্চারণ:ইন্নি ওয়াজ্জাহাতু ওজহিয়া লিল্লাযী ফাতারাচ্ছামাওয়াতি ওয়াল আরদা হানিফাঁও ওয়ামা আনা মিনাল মুশরিকীন।

জায়নামাজের দোয়া বাংলা অর্থসহ উচ্চারণ:নিশ্চই আমি তাঁহার দিকে মুখ ফিরাইলাম, যিনি আসমান জমিন সৃষ্টি করিয়াছেন । আমি মুশরিকদিগের দলভুক্ত নই।
যে সকল মুসলিম ভাই-বোনদের জায়নামাজের দোয়া আরবি উচ্চারণে করতে পারে না তারা সহজেই বাংলা উচ্চারণের মাধ্যমে জায়নামাজের দোয়া পড়তে পারবেন। তাদের সুবিধার্থে আজকের আর্টিকেলে জায়নামাজের দোয়ার বাংলা উচ্চারণ ও অর্থ সম্পর্কে প্রকাশিত করা হলো।

জায়নামাজের দোয়া কখন পড়তে হয়

অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যা নামাজের দোয়া কখন পড়তে হয় এই সম্পর্কে। আবার আমাদের মধ্যে জায়নামাজের দোয়া পড়া নিয়ে নানান ধরনের জটিলতাও দেখা যায়। আপনি যদি নামাজ পড়ার পূর্বে জায়নামাজের দোয়া পড়তে চান তাহলে আপনি নামাজ পড়ার আগে যখন যায় নামাজ প্রস্তুত করবেন তখন জায়নামাজের দোয়াটি পড়তে পারেন।
যদিও জায়নামাজের দোয়া পড়ার সম্পর্কে বিভিন্ন বই বিভিন্ন রকমের তথ্য প্রকাশ করা হয়েছে। তাই আপনি জায় নামাজ প্রস্তুত করার পূর্বে এই দোয়াটি পড়তে পারেন। আশাকরি জায়নামাজের দোয়া কখন পড়তে হয় আপনারা জানতে পেরেছেন।

জায়নামাজের দোয়া কোন সূরার আয়াত

আমরা ইতোমধ্যে জানতে পেরেছি নামাজ পড়ার পূর্বে কিবলামুখী হয়ে জায়নামাজ প্রস্তুত করার সময় জায়নামাজের দোয়া পড়তে হয়। জায়নামাজের দোয়া সম্পর্কে জানাতে গিয়ে আমি একটি প্রশ্নের সম্মুখীন হয় তা হল জায়নামাজের দোয়া কোন সূরার আয়াত। জায়নামাজের দোয়াটি হলো:ইন্নি ওয়াঝ্ঝাহ্তু ওয়াঝহিয়া লিল্লাজি ফাত্বারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা; ওয়া মা আনা মিনাল মুশরিকিন।

এই আয়াতটি সূরা আনআম থেকে নেওয়া হয়েছে। সূরা আনআম এর ৭৯ আয়াত এটি। এই আয়াতটির অর্থ হল আমি একমুখী হয়ে তাহার দিকে মুখ ফিরাইলাম যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এবং আমি মুশরিক দিকের দল মুক্ত ন‌ই। আশা করি জানাবাজের দোয়া কোন সূরার আয়াত সম্পর্কে আপনারা জানতে পেরেছেন।

জায়নামাজের দোয়া পড়া কি বিদআত

আমাদের মধ্যে অনেকেই জানতে চায় জায়নামাজের দোয়া পড়া কি বিদআত কিনা। আমরা সাধারণত নামাজ পড়ার পূর্বে জায়গা পাক করার জন্য জায়নামাজের দোয়াটি পড়ে থাকি। এবং এই দোয়াটি পড়ার মাধ্যমে আমরা জায়গা পাক হয়ে যাবে এরকম একটি ধারণা নিয়ে থাকি। জায়নামাজের দোয়া সম্পর্কে সঠিক কোন দলিল নেই।
অথবা জায়নামাজের দোয়া সম্পর্কে কোরআন হাদিসের বা অন্য কোন গ্রন্থে উল্লেখ করা হয়নি। আমাদের ধারণা জায়নামাজের দোয়া পড়ার মাধ্যমে আমরা জায়গা পাক এবং শরীর পাক করতে পারব। যদিও এই দোয়াটি হাজারবার পড়ার মাধ্যমেও আমরা জায়গা ও শরীর পাক করতে পারব না। সালাতের শুরু সাধারণত তাকবীরে তাহরীমা দিয়ে হয়ে থাকে।তাই জায়নামাজের দোয়া সালাতের সাথে কোন রকমের সম্পর্কযুক্ত নয়।

তার তাছাড়া জায়নামাজের দোয়ার কোন প্রকার দলিল এখনো প্রমাণিত হয়নি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন সব আমল নিয়তের উপর নির্ভরশীল। তাই আমরা যদি নামাজ পড়ার পূর্বে সরাসরি নিয়ত করে নামাজ শুরু করি তাহলেও আমাদের নামাজ কবুল হবে। সে ক্ষেত্রে জায়নামাজের দোয়ার সাথে কোন রকম সম্পর্কযুক্ত হয় না। আশা করি না জায়নামাজের দোয়া পড়া কি বিদআত এই সম্পর্কে আপনারা জানতে পেরেছেন।

পরিশেষে কথা

একজন মুসলিমের জীবনে সালাত একটি গুরুত্বপূর্ণ বিষয়।প্রতিটি মুসলিমকে সঠিক নিয়মে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাই আমরা সঠিক নিয়মে সালাত আদায় করার জন্য সালাত সম্পর্কিত সকল তথ্য সম্পর্কে জানতে গুগলে সার্চ করে থাকি। তেমনি জায়নামাজের দোয়া আরবি, জায়নামাজের দোয়া বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ, জায়নামাজের দোয়া কখন পড়তে হয়, জায়নামাজের দোয়া কোন সূরার আয়াত ও জায়নামাজের দোয়া পড়া কি বিদআত এ সকল বিষয়ে জানাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনি উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো অনেক তথ্য পেতে www.twestinfo.com পেজে চোখ রাখুন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টুইস্ট ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্টের উত্তর দেয়া হয়।

comment url