গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন ও গর্ভাবস্থায় প্রথম মাসে পেট ব্যাথা হয় কেন
কনসিভ করলে কি পেটে ব্যথা হয়
প্রিয় পাঠক আপনি কি গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন ও গর্ভাবস্থায় প্রথম
মাসে পেট ব্যাথা হয় কেন এই সম্পর্কে জানতে গুগলে সার্চ করেছেন? তাহলে এই
আর্টিকেলটি আপনার জন্য। গর্ভবতী মহিলা যখন প্রথম অবস্থায় গর্ভধারণ করে তখন
তলপেটে ব্যথা অনুভূত হতে পারে। এই ব্যথার বিভিন্ন কারণ হতে পারে তবে বেশিরভাগ
সময় তলপেটে ব্যথা হয় আপনি গর্ভবতী হয়েছেন এই কারণে। আমাদের মধ্যে অনেকেই
রয়েছে গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হওয়ার কারণে ঘাবড়ে যায়।
তারা মনে করে তলপেটে ব্যথা হলে গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়। তাই আপনাদের মনের এই
হাজারো প্রশ্নের উত্তর সম্পর্কে জানাতে এবং সঠিক তথ্য দিতে আজকের আর্টিকেলে
প্রকাশ করা হয়েছে গর্ভাবস্থায় দল পেটে ব্যথা হয় কেন ও গর্ভাবস্থায় প্রথম মাসে পেট ব্যাথা হয় কেন এই সম্পর্কে। আশা করি উপরোক্ত বিষয়গুলো জানার জন্য অবশ্যই
সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন।
সূচিপত্র: গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন ও গর্ভাবস্থায়
প্রথম মাসে পেট ব্যাথা হয় কেন
গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন
একজন মহিলা গর্ভধারণ করার পর তার শরীরে অনেক ধরনের পরিবর্তন দেখা যায়। এ সকল
পরিবর্তন একজন মহিলার জন্য নতুন হয় এবং এই পরিবর্তনগুলো খুব কষ্টদায়ক হয়ে
থাকে। গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মহিলাকে তার শরীরের বিশেষ যত্ন রাখতে হয়।
তাই তাদের শরীরে যে কোন সমস্যা দেখা দিলে অবশ্যই তার সঠিক তথ্য ও এর সমাধান জানতে
হবে।
আরো পড়ুন:তলপেটে ব্যথা কি প্রেগন্যান্সির লক্ষণ
আমাদের মধ্যে অনেকেই রয়েছে গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কিন্তু গর্ভাবস্থার
তলপেটে ব্যথা হওয়ার কারণ সম্পর্কে তারা জানে না। তাই এখন আলোচনা করব
গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন । গর্ভাবস্থায় একজন গর্ভবতী মহিলা শরীরে
পরিবর্তন চলাকালীন সময় ১৮ থেকে ২৩ সপ্তাহের মধ্যে তার শরীরে ইউটেরাসের হাড়ের
প্রসারন ঘটে।
ইউটেরাসের এই প্রসারণ ঘটার কারণে তলপেটে প্রচুর পরিমাণ এর ব্যথা অনুভূত হয় ।
হাড়ের এই প্রসারণ হওয়ার কারণ হলো এটি ইউটেরাসকে স্থির করে। যা ভ্রুনের বৃদ্ধি
পেতে সাহায্য করে থাকে। এ সকল পরিবর্তনের কারণে পেটে ব্যথা অনুভূত হতে পারে। এরকম
ব্যথা সাধারণত তল পেটের দুই দিকে হয়ে থাকে। কখনো ডান দিকে আবার কখনো বাম দিকেও
হতে পারে।
আরো পড়ুন:গর্ভাবস্থায় খেজুর খাওয়ার উপকারিতা
ভ্রূণের বৃদ্ধির পাশাপাশি ইউটেরাসের হাড় গুলো প্রসারণ হতে থাকে। যার কারনে
গর্ভাবস্থার দ্বিতীয় মাসে অথবা তৃতীয় মাসেও পেটে ব্যথা অনুভূত হয়। ভ্রম যত
বৃদ্ধি পাবে একজন গর্ভবতী মহিলার ইউটেরাসের হারগুলো তত প্রসারিত হতে থাকবে। যার
কারনে এই ব্যথা কিছুদিন পর পর অনুভূত হতে পারে।
আরো পড়ুন:গর্ভাবস্থায় বাচ্চার ওজন চার্ট
এরকম ব্যথা সামান্য সময়ের জন্য হয়ে থাকে যদি এই ব্যথা তীব্র দীর্ঘ সময়ের জন্য
হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। গর্ভবতী মহিলার শরীরে অস্বাভাবিক
ভাবে কোন সমস্যা দেখা দিলে অবশ্যই আমাদেরকে তা গুরুত্বের চোখ দিয়ে দেখতে হবে।
আশা করি গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন সে সম্পর্কে আপনারা জানতে পেরেছেন।
গর্ভাবস্থায় প্রথম মাসে পেট ব্যাথা
গর্ভাবস্থায় প্রথম মাসের পেট ব্যথা একটি স্বাভাবিক বিষয়। যদিও আমাদের মধ্যে
অনেকেই গর্ভাবস্থায় প্রথম মাসে পেট ব্যথা হওয়ার কারণ সম্পর্কে জানে না। আবার
অনেকেই গর্ভাবস্থায় প্রথম মাসে পেটে ব্যথা অনুভূত হলে ভয় পেয়ে যায়।
গর্ভাবস্থার সময় প্রথম মাসে পেটে ব্যথা একটি স্বাভাবিক। কারণ গর্ভাবস্থায় একজন
গর্ভবতী মহিলার শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়।
আরো পড়ুন:গর্ভাবস্থায় মুড়ি খেলে কি হয়
এ পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হলো পেটের আকৃতি বৃদ্ধি পাওয়া। পেটের আকৃতি বৃদ্ধি
পাওয়ার কারণে শরীরের বিভিন্ন হাড় প্রসারিত হতে থাকে। তেমনি গর্ভাবস্থায় প্রথম
মাসে গর্ভবতী মহিলার ইউটেরাসের হাড়ের প্রসারণ হয়ে থাকে। ইউটেরাস এর হারের
প্রসারণ হওয়ার কারণে তলপেটে ভ্রূণের স্থায়িত্ব ঠিক হয়।
ইউটেরাসের এই হারগুলো ভ্রুনকে আটকে রাখতে সাহায্য করে। তাই গর্ভাবস্থায় প্রথম
মাসের দিকে পেটে ব্যথা অনুভূত হয়। এ ব্যথা সাধারণত অল্প সময়ের জন্য হয়ে থাকে।
যদি দীর্ঘ সময়ের জন্য এই ব্যথা অনুভূত হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে
হবে। আশা করি গর্ভাবস্থায় প্রথম মাসে পেট ব্যাথা হয় কেন সে সম্পর্কে আপনারা
জানতে পেরেছেন।
মন্তব্য
একজন গর্ভবতী মহিলা তার শরীরে বিশেষ ধরনের পরিবর্তনের কারণে যত্নে রাখতে হয়। তাই
গর্ভাবস্থার সময় শরীরে যেকোনো পরিবর্তনের দিকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে
এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে। গর্ভাবস্থায় তলপেটে বা পেটে
ব্যথা একটি স্বাভাবিক বিষয় হলেও অনেক সময় এটি মারাত্মক কিছু ঘটাতে পারে।
তাই আজকের আর্টিকেলের মাধ্যমে গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন ও গর্ভাবস্থায় প্রথম মাসে পেট ব্যাথা হয় কেন এই সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা
করেছি। আশা করি আজকের আর্টিকেল এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং আর্টিকেলটি ভালো
লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আরো তথ্য পেতে
www.twestinfo.com পেজে চোখ রাখুন এবং
কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করুন।
টুইস্ট ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্টের উত্তর দেয়া হয়।
comment url