ষাঁড় গরু ও গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা ও তিন মাসে গরু মোটাতাজাকরণ পদ্দতি জানুন
প্রিয় পাঠক আপনি কি গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা, ষাঁড় গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা ও তিন মাসে গরু মোটাতাজাকরণ সম্পর্কে জানতে গুগলে সার্চ করেছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।এই আর্টিকেলের মাধ্যমে আপনি উপরোক্ত সকল বিষয়ে সঠিক তথ্য পেয়ে যাবেন।বর্তমান সময়ে গবাদি পশু পালন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বেকারত্বের সংখ্যা দূর করতে এবং স্বাবলম্বী হতে সকলেই গরু পালনের আগ্রহ প্রকাশ করছে।
তবে সঠিক নিয়মে গরু পালনের জন্য এবং মোটাতাজাকরণের জন্য অনেকেই নিয়মিত গুগলে এই সম্পর্কে সার্চ করে থাকে।তাই আপনাদের অজানা তথ্যকে সহজেই আপনাদের মধ্যে তুলে ধরতে আজকের এই আর্টিকেল লিখা। গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা, ষাঁড় গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা ও তিন মাসে গরু মোটাতাজাকরণ সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
সূচিপত্র:ষাঁড় গরু ও গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা ও তিন মাসে গরু মোটাতাজাকরণ
গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা
বর্তমান সময়ে আমাদের দেশের প্রায় অধিকাংশ মানুষ গরুর খামার বা গরু পালনের বেশ আগ্রহ প্রকাশ করছে। তবে গরু পালন করার ক্ষেত্রে সকলের কাছে যে বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে তা হল গরু মোটাতাজাকরণ। মোটা করার কারণে পর্যাপ্ত পরিমাণের গরুর মাংস সরবরাহ করা সম্ভব হয়ে থাকে। আপনি যদি গরু মোটাতাজা করতে চান তাহলে তার খাদ্য তালিকা অবশ্যই পরিমাণ মতো সব ধরনের দানাদার খাবার রাখতে হবে।
খাবারের এই পরিমাপ আপনি গ্রাম হিসেবে করলে সব খাবারের পরিমাপ গ্রাম হিসেবে করতে হবে। আর যদি খাবারের পরিমাণ কেজিতে হিসাব করতে চান তাহলে সব খাবারের পরিমাণ কেজিতেই হিসাব করতে হবে। গরু মোটাতাজাকরণের জন্য আপনার যে সকল দানাদার খাদ্য প্রয়োজন সেই সম্পর্কে নিচে আলোচনা করা হলো। চলুন তাহলে জানা যাক গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা সম্পর্কে।
গরুর দানাদার খাদ্যের তালিকা ০১:
- গমের ভুসি-৫৩০ গ্রাম।
- মাছের গুড়া-৮০ গ্রাম।
- খেসারি ভুসি-২০০ গ্রাম।
- লবণ-৫ গ্রাম।
- তিলের খৈল-১৪০ গ্রাম।
- মেটাবলিক শক্তি-১০ গ্রাম।
- ঝিনুকের গুড়া-২৫ গ্রাম।
- শুকনো খাদ্য-৯১০ গ্রাম।
- আমিষ-২০০ গ্রাম।
গরুর দানাদার খাদ্য তালিকা ০২:
- গমের ভূষি-৪০ কেজি
- চালের গুড়া-১৫ কেজি
- খেসারী ভূষি-২০ কেজি
- ভাঙা ছোলা-১০ কেজি
- খৈল-১৬ কেজি
- ঝিনুকের পাউডার-৩ কেজি
- লবন-১ কেজি
- ভিটামিন-১০০ গ্রাম
গরুর দানাদার খাদ্য তালিকা ০৩:
- গমের ভূষি-২০ কেজি
- চালের কুড়া-২০ কেজি
- খেসারীর ভূষি-২০ কেজি
- ভাঙা ছোলা-১৬ কেজি
- খৈল-২০ কেজি
- ঝিনুকের পাউডার-৩ কেজি
- লবন-১ কেজি
- উই ভিটামিন-১০০ গ্রাম
উপরোক্ত দানাদার খাদ্যগুলো আমাদের অবশ্যই সঠিক পরিমাণে তৈরি করে গরুকে খাওয়াতে হবে। সঠিক পরিমাণের খাদ্য তৈরি করে না খাওয়ালে গরু শারীরিক সমস্যা এবং আরো অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। গরু মোটাতাজা না করলে গরু পালনে লাভবান হওয়া যায় না। আশা করি গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন।
ষাঁড় গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা
গরু পালনের ক্ষেত্রে ষাঁড় গরু মোটামুটি অনেকেরই প্রথম পছন্দ। ষাঁড় গরু পালনে যেমন লাভবান হওয়া যায় তেমনি এর প্রতি বিশেষ যত্নবান হতে হয়। আবার আপনি যদি ষাঁড় গরু মোটাতাজা করতে চান তাহলে আরও বেশি যত্নশীল হতে হবে। ষাঁড় গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে অনেক পুষ্টিকর খাবার প্রয়োজন যেমন:সবুজ ঘাস,খড়, আঁশ জাতীয় খাবার, দানাদার খাবার, খনিজ উপাদান ও পানি।
ষাঁড় গরু মোটাতাজা করার জন্য সবুজ ঘাস বিশেষভাবে উপকার করে থাকে। একটি ষাঁড় গরুকে দৈনিক তিন থেকে চার কেজি সবুজ ঘাস খাওয়াতে হবে। প্রতি ১০০ কেজি ওজনের জন্য তিন থেকে চার কেজি সবুজ ঘাস প্রয়োজন। তবে ষাঁড় গরু ওজনের ওপর ভিত্তি করে দৈনিক ১২ থেকে ১৫ কেজি সবুজ ঘাস খাওয়াতে হতে পারে ।
সবুজ ঘাসের পাশাপাশি ষাঁড় গরু মোটাতাজা করার জন্য খড় বিশেষভাবে উপকার করে থাকে। ষাঁড় গরুকে দৈনিক ৩ থেকে ৫ কেজি ঘর খাওয়াতে হবে। প্রতি ১০০ কেজি ওজনের জন্য ১ কেজি খড় এবং তার থেকে বেশি ওজন হলে ৩ থেকে ৫ কেজি খড় খাওয়াতে হয়। এর পাশাপাশি আঁশ জাতীয় খাবার ও প্রচুর পরিমাণে থাকা জরুরী। দৈনিক খাবারের প্রায় ৬০% আর থাকতে হবে।
দানাদার খাবার গুলো হলো: চালের গুড়া, গমের ভুসি, ভুট্টা, ছোলা,খেসারি, সয়াবিন ও শুকনো মাছের গুড়া ইত্যাদি। দানাদার খাবার অবশ্যই গরুকে দৈনিক ৩ কেজি করে খাওয়াতে হবে। এরপর হল খনিজ খাবার। খনিজ খাবার গুলোর মধ্যে চালের গুড়া, মৌসুর,ছোলা, মটর, ভুট্টা ভাঙ্গা, গমের ভুসি, খেসারি, তিলের খৈল, ধানের খড় ইত্যাদি।
এগুলোর পুরো খাবারের এক শতাংশ পরিমাণের খাওয়াতে হবে। এরপর পানি। পানি ষাঁড় গরুকে পর্যাপ্ত পরিমাণের খাওয়ানো অত্যন্ত প্রয়োজন। অবশ্যই পরিষ্কার পানি পান করাতে হবে। দৈনিক প্রায় ৩০ থেকে ৪০ লিটার পানি পান করাতে হবে। সুস্থ ও সবল রাখার জন্য ষাঁড় গরুর পানি অত্যন্ত প্রয়োজনীয়। উপরুক্ত নিয়মগুলো মেনে আপনি ষাঁড় গরুকে খাবার খাওয়ালে সহজেই ষাঁড় গরু তাজা করতে পারবেন। ষাঁড় গরুর দানাদার খাবারের তালিকা জানতেন নিচে লক্ষ্য করুন।
ষাঁড় গরুর দানাদার খাদ্য তালিকা:
- গম ভাঙ্গা-২০ কেজি।
- ধান ভাঙ্গা-১০ কেজি।
- ভুট্টা ভাঙ্গা-২০ কেজি।
- ছোলা ভাঙ্গা-১০ কেজি।
- খেসারির ডাল ভাঙ্গা-৭ কেজি।
- মসুর ডাল ভাঙ্গা-৭ কেজি।
- সয়াবিন মিল-৬ কেজি।
- ক্যাটেল ফিড-২০ কেজি।
উপরোক্ত বিষয়গুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি ষাঁড় গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা ও আপনি সহজে কিভাবে ষাঁড় গরুকে মোটা ও তাজা করতে পারবেন সেই সম্পর্কে। আশা করি উপরুক্ত বিষয়গুলো জানার মাধ্যমে আপনি উপকৃত হবেন।
তিন মাসে গরু মোটাতাজাকরণ
যারা গরু পালন করে থাকে তাদের মধ্যে এই প্রবণতা কাজ করে যে তিন মাসে গরু মোটাতাজাকরণ পদ্ধতি কি। একটি গরু মোটা তাজা করা হয় সাধারণত এটি বিক্রি করে লাভবান হওয়ার জন্য। তিন মাসে গরু মোটাতাজা করার জন্য অবশ্যই আপনাকে গরুর খাবারের প্রতি বিশেষ ভূমিকা পালন করতে হবে। প্রথমেই আপনাকে রোগমুক্ত সুস্থ গরু নির্বাচন করতে হবে।
এরপর গরু ক্রয়ের পর দুই থেকে তিন দিনের মধ্যে কৃমির ঔষধ খাওয়াতে হবে। আপনি যদি দানাদার খাবারের মাধ্যমে গরু মোটা করতে চান তাহলে গম, খেসারি, ভুট্টা এক সঙ্গে মিশ্রিত করে খাওয়াতে পারেন। এভাবে খাওয়ানোর ফলে গরু সহজেই মোটাতাজা করা সম্ভব। অনেকেই আবার গরু মোটা করার জন্য ব্রয়লার মুরগির ফিড খাইয়ে থাকে।
যদিও বয়লার মুরগির ফিট খাওয়ানো অনেকটা রিস্কি ব্যাপার তাই এটি খাওয়ানো থেকে বিরত থাকাই উত্তম। তিন মাসের মধ্যে গরু মোটাতাজা করার জন্য অনেকেই ঔষধের সাহায্য নিয়ে থাকে। আপনি যদি ঔষধ খাওয়ানোর মাধ্যমে গরু মোটাতাজা করতে চান তাহলে এক লিটার জিংক, ১ লিটার ক্যালসিয়াম ও ৫০০ লিটার লিভার টনিক মিশ্রণ করে খাওয়াতে পারেন।
এ পরিমাণটি আপনি প্রতি ১০০ কেজি ওজনের জন্য খাওয়াবেন। এভাবে দিনে একবার শুধু মাত্র দুপুরে খাওয়াতে হবে। এই ঔষধের টনিকগুলো আপনি খাবার কিংবা পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। ভিটামিন খাওয়ানো শেষ হলে আপনাকে রেনেটা গ্রুপের ক্যাটাফল ইনজেকশন দিতে হবে। প্রতি ১০০ কেজি ওজনের জন্য ১৫ মিলি করে চারটি ভিটামিন ডোজ দিতে হবে।
এই রোজ টি ৫ দিন পর পর গরুকে দিতে হবে। ভিটামিন খাওয়ানোর পর অবশ্যই গরুকে দিনে ১০ কেজি করে ঘাস খাওয়াতে হবে। এর পাশাপাশি শুকনো খড় এবং দানাদার খাবারও রাখতে হবে। এভাবে আপনি নিয়মিত নিয়ম করে গরুকে খাওয়ালে তিন মাসের মধ্যে গরু মোটাতাজা করতে সক্ষম হবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে গরু সুস্থ ও সবল আছে কিনা। অসুস্থ গরুর ওপর এরকম নিয়ম মানার মোটেও ঠিক হবে না। আশা করি তিন মাসে গরু মোটাতাজাকরণ পদ্ধতি আপনারা জানতে পেরেছেন।
পরিশেষে কথা
গরু পালন আমাদের বর্তমান সময়ে একটি লাভবান ব্যবসা। গরু পালন করে বর্তমানে অধিকাংশ বেকারত্বের সমস্যা দূর হয়েছে। তাই আপনিও যদি আর্থিক অবস্থা উন্নত করতে চান তাহলে বাড়িতে গরু পালন শুরু করতে পারেন। গরু পালনের ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে তা হল: গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা, ষাঁড় গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা ও তিন মাসে গরু মোটাতাজাকরণ পদ্ধতি সম্পর্কে।
আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম তথ্য সম্পর্কে জানতে www.twestinfo.com পেজে চোখ রাখুন।
খুব সুন্দর একটি পোষ্ট। দোয়া করি এগিয়ে যান। আমার ওয়েবসাইটি ভিজিট করে দেখতে পারেন https://www.krishnocomputers.com/