ছারপোকা তাড়ানোর উপায় কি ও ছারপোকা তাড়াতে নিম পাতা
ব্রণের জন্য নিম পাতার ব্যবহার জানুন
ছারপোকা আমরা কম বেশি সবাই চিনি। আমাদের মধ্যে প্রায় অনেকের বাসায় ছারপোকা
রয়েছে। কিন্তু এই ছারপোকা কেন হয় বা বিছানায় ছারপোকা কেন হয় এই সম্পর্কে আমরা
জানিনা। আবার ছারপোকা তাড়ানোর উপায় কি ও ছারপোকা দমনের ঔষধ কি এই সম্পর্কে না
জানার কারণে দীর্ঘ সময় ধরে আমরা এই ছারপোকার যন্ত্রণা সহ্য করে থাকি।আবার আমাদের
মধ্যে অনেকেই ছারপোকা তাড়ানোর উপায় কি ও ছারপোকা তাড়াতে নিম পাতা এই সম্পর্কে
জানতে নিয়মিত গুগলে সার্চ করে থাকেন।
যারা এই সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই আর্টিকেল।আজকের আর্টিকেলে
আপনারা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন তা হল: ছারপোকা তাড়াতে নিম পাতা,
ছারপোকা তাড়ানোর উপায় কি, ছারপোকা কেন হয় অথবা বিছানায় ছারপোকা কেন হয়,
ছারপোকা তাড়ানোর ঔষধ,ছারপোকা কামড়ালে কি হয়, ছারপোকা মারার স্প্রে ও ছারপোকা
মারার পাউডার সম্পর্কে। উপরুক্ত এ বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য জানতে অবশ্যই
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
সূচিপত্র: ছারপোকা তাড়ানোর উপায় কি ও ছারপোকা তাড়াতে নিম পাতা
ছারপোকা কেন হয়/বিছানায় ছারপোকা কেন হয়
ছারপোকা তাড়ানোর উপায় সম্পর্কে জানার পূর্বে আমাদেরকে জানতে হবে ছারপোকা কেন
হয় বা বিছানায় ছারপোকা কেন হয়। ছারপোকা কেন হয় এই বিষয়ে সম্পর্কে আমাদের
জানা না থাকলে হাজারো উপায়ে জানলেও ছারপোকা থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে না।
চলুন তাহলে জানা যাক ছারপোকা কেন হয় ও বিছানায় ছারপোকা কেন হয় এই সম্পর্কে।
আমরা জানি সাধারণত ছারপোকা অপরিষ্কার বিছানা এবং পরিবেশ থাকার কারণে বেশি হয়।
নিয়মিত আমরা যে বিছানায় ঘুমাই তা যতই পরিষ্কার হোক না কেন একটু ভুলের কারণে
বিছানায় ছারপোকা হতে পারে। তবে অপরিষ্কার বিছানা ছাড়াও আরেকটি কারণ হলো ছারপোকা
সাধারণত রক্ত খেয়ে জীবন যাপন করে। তাই যেখানে রক্ত পাওয়া যাবে সেখানে ছারপোকা
হবেই।
আরো পড়ুনঃ পাথরকুচি পাতা কখন খেতে হয়
আমরা নিয়মিত যে বিছানায় ঘুমায় সাধারণত ওই বিছানায় ছারপোকা বেশি দেখা যায়।
ছারপোকা উড়তে পারেনা বলে সাধারনত মানুষের শরীরে ও কাপড়ের মাধ্যমে এক জায়গা
থেকে অন্য জায়গায় যেতে হয়। বিশেষ করে পুরনো বিছানা বা বিছানার টুসুকে বেশিরভাগ
সময় ছারপোকা হয়ে থাকে। আবার সোফাতেও ছারপোকা হয়।
তাই আমাদেরকে পুরনো কিছু কেনার পূর্বে যাচাই করতে হবে যাতে এতে কোন প্রকার
ছারপোকা না থাকে। যে সকল স্থানে অনবসতি রয়েছে ওই স্থানে ছারপোকা হওয়ার উপদ্রব
বেশি। তাই আমাদেরকে আমাদের ব্যবহৃত জিনিসপত্র নিয়মিত পরিষ্কার করতে হবে এবং একই
জিনিসপত্র যেখানে ছারপোকা হওয়ার সম্ভাবনা থাকে তা বেশিদিন যাবত ব্যবহার করা যাবে
না। আশা করি ছারপোকা কেন হয় আপনারা জানতে পেরেছেন।
ছারপোকা কামড়ালে কি হয়
ছারপোকা দেখতে ছোট পোকা হলেও এটির কামড়ে নানান ধরনের রোগ হয়ে থাকে। ছারপোকা
সাধারণত বিছানা বালিশ বা সুফায় বেশি হয় কারণ এ সকল জিনিস আমরা নিয়মিত ব্যবহার
করে থাকি। আমাদের মধ্যে অনেকেই ছারপোকা কামড়ালে কি হয় এই বিষয়ে জানিনা। আবার
অনেক সময় ছারপোকা কে অন্য সব পোকার মতো মনে করে গুরুত্ব দেইনা। কিন্তু এই
ছারপোকা কামড়ালে আমাদের শরীরে মারাত্মক রোগ দেখা দিতে পারে । চলুন তাহলে জানা
যাক ছারপোকা কামড়ালে কি হয়।
- শ্বাসকষ্ট হয়: ছারপোকা সাধারণত একটি বিষাক্ত প্রাণী। দীর্ঘদিন ছারপোকার কামড়ে শরীরে বিষ তৈরি হতে পারে। এছাড়া এই পোকা বিছানা বা ব্যবহৃত কাপড়ের বিষ ছড়িয়ে যেতে পারে যা আমাদের ব্যবহারের ফলে নাক দিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই বিষ নাক দিয়ে যাওয়ার ফলে এক সময়ে শ্বাসের সমস্যা হয়। যা একসময় মারাত্মক শ্বাসকষ্ট হওয়ার আশঙ্কা বৃদ্ধি করে তুলে।
- এলার্জি হয়: ছারপোকা আমাদের শরীরের রক্ত পান করতে পছন্দ করে। সাধারণত ছারপোকা রক্ত পান করার মাধ্যমে আমাদের শরীরে বিষ প্রবেশ করিয়ে দেয়। যা একসময় ব্লাড প্রেসার কমে যেতে পারে এবং শরীরে মারাত্মক এলার্জির সমস্যা দেখা দিতে পারে।
- ত্বকের সমস্যা হয়: ছারপোকার কামড়ে আমাদের ত্বকের বিশেষ সমস্যা হয়ে থাকে। ছারপোকা কামড়ালে ত্বকের বিভিন্ন জায়গায় রেশ তৈরি হয় আবার ত্বকের ছোট ছোট ফোড়া দেখা যায়। যা শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে একসময় স্কিনে সমস্যা হয়ে যায়।
- মানসিক সমস্যা দেখা দেয়: বেশিরভাগ সময় ছারপোকা আমাদের বিছানা বা বালিশের মধ্যে হয়ে থাকে । আর এই ছারপোকা রাতে ঘুমানোর সময় কামড়াতে থাকে। ফলে আমাদের রাতের ঘুমের ব্যাঘাত ঘটে। দীর্ঘ সময় রাতে ঘুমের ব্যাঘাত ঘটার কারণে মানসিক সমস্যা দেখা দেয়।
- অ্যানিমিয়া হয়: ছারপোকার কামড়ে আমাদের শরীরের রক্তের বিশেষ প্রভাব ফেলে। দীর্ঘদিন ছারপোকার কামড় খেলে একসময় শরীরের লোহিত রক্ত কণিকার মাত্রা কমে যায়। ফলে শরীরের রক্তস্বল্পতা দেখা দেয়। আর এই রক্তস্বল্পতা দেখা দিলেই অ্যানিমিয়া রোগ বলা হয়।
উপরোক্ত বিষয়গুলো পড়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন ছারপোকা কামড়ালে কি হয়।
আশা করি আপনারা পরিষ্কার এবং সুস্থ জীবন যাপন করবেন। যাতে ছারপোকার কামড় খেতে না
হয়। কারণ ছারপোকা কামড়ালে একসময় শরীরে নানান ধরনের সমস্যা দেখা যায়। আশা করি
ছারপোকা কামড়ালে কি হয় আপনারা জানতে পেরেছেন।
ছারপোকা তাড়ানোর উপায় কি
বাসা বাড়ির বিভিন্ন ব্যবহৃত আসবাবপত্রের মধ্যে প্রায় সময়ই ছারপোকা দেখা যায়।
এই ছারপোকা মানুষের রক্ত খেতে পছন্দ করে বিদায় ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে হয়ে
থাকে। কিছু উপায় ফলো করে আমরা সহজেই এই ছারপোকা থেকে রক্ষা পেতে পারবো। চলুন
তাহলে ছারপোকা তাড়ানোর উপায় কি জানা যাক।
- ছারপোকা তাড়াতে নিম পাতা বিশেষভাবে কাজ করে। যদি আপনার বিছানায় বা সোফাতে ছারপোকা হয়ে থাকে তাহলে নিমপাতা ছড়িয়ে রাখুন। নিয়মিত কিছুদিন এভাবে নিম পাতা ছড়িয়ে রাখলে সহজে ছারপোকা তাড়াতে পারবেন।
- ছারপোকা তাড়াতে কেরোসিন খুব ভালো কাজ করে। তাই নিয়মিত আসবাবপত্র বা বিছানার চার পাশে কেরোসিনের প্রলেপ দিয়ে রাখুন। এটি সহজে ছারপোকা তাড়াতে সাহায্য করবে।
- ছারপোকা অতিরিক্ত তাপ পছন্দ করে না। তাই আপনার বিছানা,বালিশ কিংবা লেপে যদি ছারপোকা হয়ে থাকে তাহলে দীর্ঘ সময় রোদে দিয়ে রাখুন। কিছুদিন রোদে দিলে ছারপোকার তাড়াতে পারবেন।
- ল্যাভেন্ডার অয়েল ছারপোকা তারাতেও সাহায্য করে। তাই আপনার ঘরে ছারপোকা হলে প্রতিদিন লেভেন্ডার অয়েল স্প্রে করুন। ফলে কিছুদিনের মধ্যেই ছাড়পোকা দূর হয়ে যাবে।
- ছারপোকা তাড়ানোর জন্য প্রাকৃতিক কীটনাশক এর ব্যবহার করতে পারেন। বাসার যে সকল স্থানে ছারপোকা হয়েছে সেখানে কীটনাশক ছড়িয়ে দিন। ফলে কিছুদিনের মধ্যেই ছারপোকা দূর হয়ে যাবে।
- ছারপোকা সাধারণত অপরিষ্কার স্থানে বেশি হয়। তাই আমরা চেষ্টা করব আমাদের ঘরের প্রতিটি স্থান যেখানে ছারপোকা হওয়ার সম্ভাবনা থাকে সে সকল স্থান পরিষ্কার করে রাখা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ছারপোকা হওয়ার সম্ভাবনা থাকে না।
- আমরা কাপড়ের সুগন্ধের জন্য প্রায় সময়ই ন্যাপথলিন ব্যবহার করে থাকি। এই ন্যাপথলিন ছারপোকা দূর করতে বিশেষভাবে কাজ করে। তাই আপনার বিছানা বা সোফায় যদি ছারপোকা হয়ে থাকে তাহলে সেখানে ন্যাপথলিন রেখে দিন। কিছুদিনের মধ্যেই ছারপোকা দূর হয়ে যাবে।
- ছারপোকা দূর করার আর একটি উপায় হল পুদিনা পাতা। ছারপোকা পুদিনা পাতার গন্ধ সহ্য করতে পারে না। তাই আপনার বাসার যে সকল স্থানে ছারপোকার হয়েছে সেখানে পুদিনা পাতা রাখতে পারেন অথবা পুদিনা পাতার রস তৈরি করে স্প্রে করে দিতে পারেন।
উপরুক্ত নিয়মে আপনি সহজেই বাসা থেকে ছারপোকা দূর করতে পারবেন। ছারপোকা দূর করা
অত্যন্ত প্রয়োজনীয় কারণ ছারপোকার কামড়ে আমাদের নানান ধরনের সমস্যা দেখা দিতে
পারে। আশা করি ছারপোকা তাড়ানোর উপায় কি এই সম্পর্কে আপনারা জানতে পেরেছেন।
ছারপোকা তাড়াতে নিম পাতা
ছারপোকা তাড়াতে নিম পাতা বিশেষভাবে উপকার করে থাকে। আমরা সকলেই জানি নিমপাতা
দিয়ে ছারপোকা তাড়ানো যায় কিন্তু সঠিক নিয়মে কিভাবে নিম পাতা ব্যবহার করে
ছারপোকা তাড়াতে হবে সে বিষয়ে হয়তো আমরা তেমন জানি না। ছারপোকা সাধারণত উষ্ণ ও
আদ্র আবহাওয়ায় বেশি দেখা যায়।ঘনবসতি এলাকাগুলোতে ছারপোকা প্রয়োজন করতে পারে
কারণ সেখানে তারা মানুষ কিংবা পোষা প্রাণীর রক্ত শোষণ করে সহজে জীবনযাপন করতে
পারে।
ছারপোকা তাড়াতে আমরা অন্য কোন উপায় ব্যবহার করতে না পারলে নিম পাতা ব্যবহার করে
সহজে ছারপোকা তাড়াতে পারবো। কারণ নিম পাতায় এমন বিশেষ কিছু উপাদান রয়েছে যা
ছারপোকারকে দমন করতে সাহায্য করে। তাই ছারপোকার তাড়াতে আমরা নিম পাতা ব্যবহার
করতে পারি। ঘরের যে সকল স্থানে ছারপোকা হয়েছে সেখানে নিমপাতার ডাল রেখে দিতে
পারি।
আরো পড়ুনঃ সজনে পাতার গুড়া কোথায় পাওয়া যায়
নিম পাতার তেতো গন্ধে ছারপোকা বংশবৃদ্ধি করতে পারে না ফলে দ্রুত নিধন করা
যায়।তাছাড়া নিমপাতার রস তৈরি করে সমস্ত বাসায় স্প্রে করে দিলেন ছারপোকা হওয়ার
সম্ভাবনা একদম কমে যায়। আবার নিম পাতার গুড়ো তৈরি করে ওঠো শকিং বা সোফা অথবা
বালিশে ছড়িয়ে দিলেও সহজে ছারপোকা দমন করা সম্ভব।
নিম পাতা থেকে ধোয়া তৈরি করে সমস্ত ঘরে ছড়িয়ে দিলে ছারপোকা ধোঁয়ার সংস্পর্শে
আসলে নিঃশ্বাস নিতে না পারার কারণে মারা যাবে এতে করে সহজেই ছারপোকা দমন করা যেতে
পারে। উপরোক্ত নিয়মে আপনি নিম পাতা ব্যবহার করে ছারপোকা তাড়াতে পারবেন। এটি
অত্যন্ত কার্যকরী একটি উপায়। আশা করি ছারপোকা তাড়াতে নিম পাতা ব্যবহার সম্পর্কে
জানতে পেরেছেন।
ছারপোকা মারার স্প্রে
বাজারে কিংবা বিভিন্ন মার্কেটে ছারপোকা মারার জন্য স্প্রে পাওয়া যায়। এসব
স্প্রে ব্যবহার করে সহজেই আপনি ঘর থেকে ছারপোকা তাড়াতে পারবেন। তবে আমাদের মধ্যে
অনেকেই ছারপোকা মারার স্প্রে কোনটি তা জানি না। আবার কোন স্প্রেটি ছারপোকা মারতে
বিশেষ ভাবে কাজ করে সে সম্পর্কেও জানিনা।
তাই আপনাদেরকে আজকে ছারপোকা মারার স্প্রে সম্পর্কে জানাবো। ছারপোকা মারার জন্য
একটি স্প্রে বিশেষ ভাবে কাজ করে থাকে তার নাম হলো আলিফ হিট স্প্রে। এটি আপনি
মার্কেটে কিংবা বিভিন্ন অনলাইন প্লাটফর্মে সহজেই পেয়ে যাবেন। এই স্প্রেটি অতি
পরিচিত এবং অধিক ব্যবহৃত স্প্রে। আশা করি ছারপোকা মারার স্প্রে কোনটি আপনারা
জানতে পেরেছেন ।
ছারপোকা দমনের ঔষধ
ছারপোকা মারার স্প্রে এর পাশাপাশি ছারপোকা দমনের ঔষধ পাওয়া যায়। যাদের
শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা বিছানা কিংবা ব্যবহৃত জিনিসের স্প্রে ব্যবহার
করতে পারেন না। তাই তারা সহজে ছারপোকা দমনের ঔষধ ব্যবহার করেও ছারপোকা দমন করতে
পারবেন। ছারপোকা দমনের ঔষধ এর নাম হল Indian Aluminum phosphide tablet ।
এই ঔষধটি ব্যবহার করে আপনারা সহজে ছারপোকা দমন করতে পারবেন। তবে ঔষধ ব্যবহারের
পূর্বে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এই ঔষধ যেন কেউ খেয়ে না ফেলে বিশেষ করে
বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। এই ওষুধটি খাওয়ার ফলে বাচ্চা কিংবা বয়স্ক কেউ
মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি ছারপোকা দমনের ঔষধ কোনটি আপনারা জানতে
পেরেছেন।
ছারপোকা মারার পাউডার
ছারপোকা মারার জন্য মার্কেটে এক ধরনের বিশেষ পাউডার পাওয়া যায়। এই পাউডার
ব্যবহার করেও আপনি সহজে ছারপোকা দমন করতে পারবেন। ছারপোকা মারার পাউডার এর নাম হল
ZoomX। এই পাউডারটি ব্যবহার করে কিছুদিনের মধ্যে ছারপোকা দমন করতে পারবেন। এই
পাউডারটি প্রতি মাসে ১০ দিন পর পর তিনবার করে ব্যবহার করতে হবে।
অবশ্য সতর্কতার সাথে এই ঔষধটি ব্যবহার করতে হবে। পোশাক প্রাণী কিংবা শিশুদের থেকে
দূরে রাখতে হবে। ঘরে যে সকল জায়গায় ছারপোকা হয়েছে ওই জায়গাগুলোতে সরাসরি এই
পাউডারটিজ ছড়িয়ে দিন। আশা করি কিছুদিনের মধ্যেই ছারপোকা দমন করতে পারবেন।
উপরোক্ত বিষয়ে পড়ে আপনারা জানতে পেরেছেন ছারপোকা মারার পাউডার সম্পর্কে।
পরিশেষে কথা
বিছানা কিংবা ব্যবহারযোগ্য জিনিসপত্রে ছাড়পোকা হলে আমাদের নানান ধরনের সমস্যা
দেখা দিতে পারে। তাছাড়া ছারপোকা কামড়ালেও শরীরে বিভিন্ন ধরনের রোগ হতে পারে।
ছারপোকা যেন না হয় এর জন্য আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
সতর্কতার সাথে জীবনযাপনের মাধ্যমে সহজে ছারপোকা থেকে রক্ষা পাওয়া সম্ভব।
তাই আজকের আর্টিকেলে ছারপোকা তাড়ানোর উপায় কি ও ছারপোকা তাড়াতে নিমপাতা
ব্যবহার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করা হলো। এই আর্টিকেলে আরো জানতে পেরেছেন
ছারপোকা মারার স্প্রে, ছারপোকা দমনের ঔষধ ও ছারপোকা মারার পাউডার সম্পর্কে। এরকম
আরো তথ্য পেতে www.twestinfo.com পেজে
চোখ রাখুন এবং কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করুন। আর্টিকেলটি ভালো লাগলে
বন্ধুদের সাথে শেয়ার করুন।
টুইস্ট ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্টের উত্তর দেয়া হয়।
comment url