ক্যালসিয়ামের সকল যৌগের সংকেত ও রাসায়নিক নাম

মানবদেহের তন্ত্রের তালিকা প্রিয় পাঠক আজকের আর্টিকেলে ক্যালসিয়ামের সকল যৌগের সংকেত ও রাসায়নিক নাম সম্পর্কে আলোচনা করব। পড়ালেখা হুকিং বা চাকরির ইন্টারভিউ দিতে গেলে ও ক্যালসিয়ামের সকল যৌগের সংকেত এবং রাসায়নিক নাম জানতে হয়।
ক্যালসিয়ামের সকল যৌগের সংকেত ও রাসায়নিক নাম
পরীক্ষার আগে বা ইন্টারভিউ দেওয়ার আগে বই খুঁজে এ সকল যৌগের সংকেত ও রাসায়নিক নাম খুঁজতে বেশ মুশকিলে পড়তে হয়। আপনাদের এই মুশকিল থেকে রক্ষা করার জন্য আমি ক্যালসিয়ামের সকল যৌগের সংকেত ও রাসায়নিক নাম একটি আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানাতে চেষ্টা করেছি। আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি পড়বেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন।
সূচিপত্র: ক্যালসিয়ামের সকল যৌগের সংকেত ও রাসায়নিক নাম

ক্যালসিয়াম অক্সালেট এর সংকেত ও রাসায়নিক নাম

ক্যালসিয়াম অক্সালেট এক ধরনের ক্যালসিয়াম লবন। যার রাসায়নিক নাম অক্সালিক এসিড। এবং ক্যালসিয়াম অক্সালেট এর সংকেত CaC2O4 । ক্যালসিয়াম অক্সালেট একটি ক্যালসিয়াম অণু, দুইটি কার্বন অনু, চারটি অক্সিজেন অণু নিয়ে গঠিত।
ক্যালসিয়াম অক্সালেট এর বর্ণ সাদা রংয়ের বা অনেক সময় বর্ণহীন হয়ে থাকে। ক্যালসিয়াম অক্সালেটের আণবিক ভর ১২৮.১০g-mol^-১। এবং এর ঘনত্ব ২.২০g/cm^3। ক্যালসিয়াম অক্সালের গলনাঙ্ক ২০০°c।

ক্যালসিয়াম কার্বনেট এর সংকেত ও রাসায়নিক নাম

ক্যালসিয়াম কার্বনেট এর রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট। যা আমাদের আশেপাশে বিভিন্ন শক্ত খোসা, পাথর, সামুদ্রিক মাছের খোলস, ডিমের খোসা, চুনাপাথর, মুক্তা ইত্যাদিতে পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বনেট এর সংকেত হল CaCo3। ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট তিনটি উপাদান নিয়ে গঠিত।
এবং ক্যালসিয়াম কার্বনেট এর রয়েছে একটি ক্যালসিয়াম অণু, একটি কার্বন অনু ও তিনটি অক্সিজেন অনু। ক্যালসিয়াম কার্বনেট এর আণবিক ভর ১০০.০৮৬৯ g/mol। ক্যালসিয়াম কার্বনেট এর বর্ণ সাদা রংয়ের। ক্যালসিয়াম কার্বনেট এর ঘনত্ব ২.৭১১ g/cm^3। ক্যালসিয়াম কার্বনেট এর গলনাঙ্ক ১৩৩৯ °c।

ক্যালসিয়াম ফসফেট এর সংকেত ও রাসায়নিক নাম

ক্যালসিয়াম ফসফেট এক ধরনের কঠিন পদার্থ। এটি একটি অজৈব যৌগ। ক্যালসিয়াম ফসফেট এর সংকেত Ca3(PO4)2। ক্যালসিয়াম ফসফেট সাধারণত অক্সাইড এবং হাইড্রোক্সাইড উপাদান ধারণ করতে পারে এবং এরা পুষ্টিকর দ্রাবক।

ক্যালসিয়াম বাই কার্বনেট এর সংকেত ও রাসায়নিক নাম

ক্যালসিয়াম বাই কার্বনেট এর সংকেত Ca(HCO3)2। এটি একটি রাসায়নিক যৌগ। ক্যালসিয়াম বাই কার্বনেট এর মধ্যে একটি ক্যালসিয়াম অণু, দুইটি পানির অনু, দুইটি কার্বন অণু ও ছয়টি অক্সিজেন অণু রয়েছে।

ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সংকেত ও রাসায়নিক নাম

ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে স্ল্যকেট লাইন বলা হয়। এটি একটি অজৈব যৌগ। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সংকেত Ca(OH)2। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটি বর্ণহীন সাদা পাউডারের মতো। অনেক সময় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কে লাইন দুধ ও বলা হয়।ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর ৭৪.০৯৩ g/mol। এটি একটি গন্ধহীন রাসায়নিক যৌগ। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর ঘনত্ব ২.২১১g/cm3। এবং এর রাসায়নিক যৌগের গলনাঙ্ক ৫৮০°c।

ক্যালসিয়াম ফসফেট এর সংকেত ও রাসায়নিক নাম

ক্যালসিয়াম ফসফেট এক ধরনের অজৈব যৌগ। ক্যালসিয়াম ফসফেট এর সংকেত হল Ca3(PO4)2। ক্যালসিয়াম ফসফেট সাধারণত জীবজন্তুর মধ্যে পাওয়া যায়। জীবজন্তুর হাড়ের খনিজ ও দাঁতের মধ্যে ক্যালসিয়াম ফসফেট বেশি পাওয়া যায়। ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম আয়রন ও ফসফেট আয়রন নিয়ে গঠিত।

ক্যালসিয়াম ক্লোরাইড এর সংকেত ও রাসায়নিক নাম

ক্যালসিয়াম ক্লোরাইড এক ধরনের গন্ধহীন লবণ। আবার ক্যালসিয়াম ক্লোরাইড অজৈব যৌগ। ক্যালসিয়াম ক্লোরাইড এর সংকেত হল CaCl2। ক্যালসিয়াম ক্লোরাইড এর আণবিক ভর ১১০.৯৮g/mol। ক্যালসিয়াম ক্লোরাইড সাদা বর্ণের হাইগ্রোস্কপিক পাউডার। এর ঘনত্ব বিভিন্ন রকম হয়ে থাকে।

ক্যালসিয়াম সিলিকেট এর সংকেত ও রাসায়নিক নাম

ক্যালসিয়াম সিলিকেট এর সংকেত হল CaSiO3। ক্যালসিয়াম সিলিকেট এক ধরনের অক্সিজেন ও সিলিকন ধারা গঠিত অ্যানায়ন। এই সিলিকেট কাচ নামে পরিচিত।

ক্যালসিয়াম কার্বাইড এর সংকেত ও রাসায়নিক নাম

ক্যালসিয়াম কার্বাইড এর সংকেত হল CaC2। এটি ধূসর কালো ক্রিস্টাল ধরনের সাদা পাউডার। এর ঘনত্ব ২.২২ g/cm3। ক্যালসিয়াম কার্বাইড এর আণবিক ভর ৬৪.০৯৯ g/mol। এবং ক্যালসিয়াম কার্বাইড এর গলনাঙ্ক ২১৬০°c। ক্যালসিয়াম কার্বাইড এর অন্য নাম হলো ক্যালসিয়াম অ্যাসিটিলাইট। এই রাসায়নিক যৌগের ব্যবহার সাধারণত এসিটিলিন গ্যাস উৎপাদনে করা হয়।

ক্যালসিয়াম নাইট্রেট এর সংকেত ও রাসায়নিক নাম

ক্যালসিয়াম নাইট্রেট এর সংকেত হল Ca(NO3)2। ক্যালসিয়াম নাইট্রেট এর মোলার ভর হল ১৬৪.১। ক্যালসিয়াম নাইট্রেটের রয়েছে এখনো ক্যালসিয়াম ২৯ নাইট্রোজেন এবং ৬ অণু অক্সিজেন ।

ক্যালসিয়াম সালফেট এর সংকেত ও রাসায়নিক নাম

ক্যালসিয়াম সালফেট সাদা রং এর একটি অজৈব যৌগ। ক্যালসিয়াম সালফেট এর সংকেত হল CaSo4। ক্যালসিয়াম সালফেট এর আণবিক ভর ১৩৬.১৪g/mol। ক্যালসিয়াম সালফেট সাদা বর্ণের কঠিন পদার্থ। এর কোন গন্ধ নেই। ক্যালসিয়াম সালফেট এর ঘনত্ব ২.৯৬ g/cm3। এবং ক্যালসিয়াম সালফেট এর গলনাংক ১৪৬০ °c।

ক্যালসিয়াম অক্সাইড এর সংকেত ও রাসায়নিক নাম

ক্যালসিয়াম অক্সাইড এর সংকেত হল CaO। এটি একটি গন্ধহীন রাসায়নিক যৌগ। এই যৌগ সাধারণত চুন বা কুইকলাইন নামেও বেশ পরিচিত। ক্যালসিয়াম অক্সাইড এর আণবিক ভর ৫৬.০৭৭৪ g/mol । এই রাসায়নিক যৌগের বর্ণ সাদা, ধূসর, হলুদ অথবা বাদামি রঙের হয়ে থাকে। ক্যালসিয়াম অক্সাইড এর গলনাঙ্ক ২৬১৩°c।

ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এর সংকেত ও রাসায়নিক নাম

ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এর সংকেত হল Ca(OCL)Cl। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড সাধারণত ব্লিচ পাউডার হিসেবে পরিচিত। এটি একটি অজৈব যৌগ। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এর মধ্যেও উচ্চমাত্রায় জারক পদার্থ দেখা যায়। এটি পানিতে অদ্রবনীয় রাসায়নিক যৌগ। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড তীব্র গন্ধ যুক্ত একটি যৌগ।

পরিশেষে কথা

ক্যালসিয়াম এর বিভিন্ন যৌগ সম্পর্কে আমাদের জানতে হয়। আমরা যারা বিজ্ঞান বিভাগে পড়ালেখা করি তাদের জন্য ক্যালসিয়ামের সকল যৌগের সংকেত ও রাসায়নিক নাম সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। আশা করি আজকের আর্টিকেলের তথ্যগুলো আপনার উপকারে আসবে। এমন আরো তথ্য পেতে অবশ্যই www.twestinfo.com পেজে চোখ রাখুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টুইস্ট ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্টের উত্তর দেয়া হয়।

comment url