এলোভেরা জেল ত্বকে ব্যবহারের নিয়ম ও এলোভেরা জেল এর উপকারিতা
কাসাভা পাউডার কোথায় পাওয়া যায়
আজকের আর্টিকেলে আপনারা এলোভেরা জেল সম্পর্কে সকল প্রশ্নের উত্তর পেয়ে
যাবেন।এলোভেরা জেল নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগে এবং অনেকেই আবার
এলোভেরা জেল ব্যবহারের সম্পর্কে তেমন কোন উপায় জানেনা।
তাই এই আর্টিকেলে এলোভেরা জেল ত্বকে ব্যবহারের নিয়ম, এলোভেরা জেল তৈরি নিয়ম, এলোভেরা জেল এর উপকারিতা,এলোভেরা জেল চুলে ব্যবহারের নিয়ম ও এলোভেরা জেল দিয়ে ফর্সা হওয়ার উপায় সহ আরও নানান ধরনের তথ্য
আপনাদের সাথে শেয়ার করব। তাই দেরি না করে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
সূচিপত্র:
ভূমিকা
এলোভেরা জেল খাওয়া এবং তোকে ব্যবহার করার ফলে আপনি নানা ধরনের সমস্যা থেকে রক্ষা
পেতে পারেন।এলোভেরা যেমন ত্বককে সুন্দর করে তেমনি আমাদের স্বাস্থ্য কেউ ভালো
রাখে। তাই এলোভেরা দিয়ে হাত-পা ফর্সা হওয়ার উপায়, রাতে এলোভেরা ব্যবহার,
অ্যালোভেরা জেল চুলে ব্যবহারের নিয়ম, এলোভেরা জেল এর উপকারিতা ও এলোভেরা জেল
ত্বকে ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি এলোভেরা
সম্পর্কে এই আর্টিকেলটি পড়লে আপনার মনে আর কোন প্রশ্ন বাকি থাকবে না।
এলোভেরা জেল ব্যবহারের নিয়ম
এলোভেরা জেল আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। তবে কিছু উপায়ে মেনে এলোভেরা
জেল ব্যবহার করলে আপনার বিভিন্ন উপকারে আসবে।এলোভেরা জেল আপনি ত্বকে ব্যবহারের
সাথে সাথে আপনার চুলেও ব্যবহার করতে পারেন। ত্বকে এলোভেরা জেল ব্যবহার করলে
ত্বকের বিভিন্ন সমস্যা যেমন: পিম্পল, মেস্তা, বয়সের ছাপ ইত্যাদি সমস্যা থেকে
রক্ষা পেতে পারবেন।
আরো পড়ুন:ত্বক ফর্সা করার উপায়
আর এলোভেরা জেল চুলে ব্যবহারের ফলে আপনার চুল রুক্ষ শুষ্ক থেকে একদম মসৃণ হয়ে
যাবে। চুল আগে থেকে শাইনি ভাব চলে আসবে। আপনি এলোভেরা জেল যদি ত্বকে ব্যবহার করতে
চান তাহলে বিভিন্ন উপাদান যেমন: হলুদ, আমন্ড অয়েল, মধু, বেসন ইত্যাদির সাথে
মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। আর চুলে ব্যবহারের ক্ষেত্রে
সরাসরি এলোভেরা জেল ব্যবহার করতে পারেন।
আরো পড়ুন:শীতকালে ঠোঁট ফাটা রোধের উপায়
চুলের প্রতিটি গোড়ায় আপনাকে ভালো করে এলোভেরা জেল দিয়ে মেসেজ করতে হবে এতে করে
চুলের গোড়া শক্ত হবে এবং নতুন চুল গজাবে। তবে এলোভেরা জেল ব্যবহারের পূর্বে গাছ
থেকে কেটে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে করে অ্যালোভেরার আঠালো পদার্থ বের হয়ে
যায়। আশা করি এলোভেরা জেল ব্যবহারের নিয়ম সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। আরো
ভালোভাবে ব্যবহারের নিয়ম জানতে নিচের পয়েন্ট গুলো লক্ষ্য করুন।
এলোভেরা খাওয়ার নিয়ম
অ্যালোভেরা জেল যেমন ত্বকে ব্যবহারের জন্য উপকারী তেমনি আপনি যদি প্রতিদিন
এলোভেরা জুস পান করেন তাহলে আপনি নানান ধরনের সমস্যা থেকে রক্ষা করবেন। প্রথমে
এলোভেরা কেটে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে করে এর কশ বের হয়ে যায়। এরপর
ভালো করে ধুয়ে এলোভেরা কেটে এর জেল সংরক্ষণ করতে হবে।
আরো পড়ুন:তোকমা খাওয়ার নিয়ম ও উপকারিতা
আপনি চাইলে সরাসরি জেল খেতে পারেন তবে যদি ভালো না লাগে তাহলে ব্লেন্ড করে কিছুটা
নরম এবং জেলির মত তৈরি করে জুস বানিয়ে খেতে পারেন। এভাবেও পছন্দ না হলে কোন
সবজির রসের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এর সাথে তোকমা দিয়ে খেলে এর স্বাদ আরো
বৃদ্ধি পাবে। প্রতিদিন খালি পেটে এলোভেরা খাওয়ার ফলে আপনার শরীরে বিভিন্ন ধরনের
সমস্যা থেকে রক্ষা পেতে পারেন । আশা করি এলোভেরা খাওয়ার নিয়ম সম্পর্কে আপনারা
জানতে পেরেছেন।
এলোভেরা জেল তৈরির নিয়ম
বিভিন্ন ঋতুতে এলোভেরা ব্যবহারের ফলে আপনার ত্বকের বিভিন্ন সমস্যা থেকে রক্ষা
করতে পারবেন। তবে শীতকালে ময়েশ্চারাইজার হিসেবে এলোভেরা বেশ ভালো কাজ করে।
এলোভেরা ব্যবহারের পূর্বে যদি মার্কেট থেকে কেনা এলোভেরা জেল ব্যবহার করতে
দ্বন্দ্ব মনে হয় তাহলে পাঁচ মিনিটে ঘরে বসেই আপনি এলোভেরা জেল তৈরি করতে পারবেন।
ঘরে তৈরি করা অ্যালোভেরা জেল এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না এবং আপনার
ত্বককে আরো সুস্থ ও সুন্দর করে তুলবে। চলুন তাহলে এলোভেরা জেল তৈরির নিয়ম
সম্পর্কে জানা যাক।প্রথমে আপনাকে সুস্থ একটি এলোভেরা গাছ থেকে এলোভেরা কেটে নিতে
হবে। কেটে নেওয়ার পর এলোভেরা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন এতে করে অ্যালোভেরার
একটি বিষাক্ত হলুদ রস বের হয়ে যাবে।
ভিজিয়ে রাখার পর এলোভেরা কে ভালো করে আদরের সাথে কেটে নিতে হবে যাতে করে
এলোভেরার জেল নষ্ট না হয়ে যায়। কাটার সময় প্রথমেই দুইপাশের কাটা জাতীয়
অংশটুকু কেটে নিতে হবে এবং পরবর্তীতে মাছ বরাবর কেটে কোন চামচ দিয়ে রস জেল
গুলোকে আলাদা করে নিতে হবে। এই পর্যায়ে আপনাকে একটি ব্লেন্ডারের সাহায্যে
এলোভেরা জেল গুলোকে একদম নমনীয় এবং ভালো একটি পেস্ট বানিয়ে নিতে হবে।
এরপর আপনি চাইলে এতে ভিটামিন ই ক্যাপসল বা ভিটামিন সি ক্যাপসুল মেশিয়ে নিতে
পারেন এবং দুই থেকে তিন চামচ গোলাপ জল মিশিয়ে নিলে এর গুনাগুন আরো বৃদ্ধি পাবে।
এরপর আপনাকে এসেনশিয়াল ওয়েল যুগ করতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে
হবে যাতে করে কোনটি জেলের ওপরে ভেসে না থাকে। ব্যাস তৈরি হয়ে গেল আপনাদের সকলের
প্রিয় এলোভেরা জেল যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী।
এলোভেরা জেল ত্বকে ব্যবহারের নিয়ম
এলোভেরা জেল ব্যবহারের ফলে আমাদের ত্বককে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করতে পারব।
বর্তমান সময়ে ছেলে কিংবা মেয়ে সকলেরই একনে বা পিম্পলের সমস্যা থাকে। এই সমস্যা
থেকে রক্ষা পেতে এলোভেরা জেল বেশ উপকার করে। তাছাড়া এলোভেরা জেল ব্যবহারের ফলে
আপনার ত্বকের নিম্নোক্ত সমস্যা থেকে রক্ষা পেতে পারবেন। যেমন:
- রোদে পুরা ভাব দূর করে।
- ত্বকে বলি দেখা দূর করে।
- ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে।
- ত্বকের রুক্ষ শুষ্ক ভাব দূর করে।
- মেকআপ উঠাতে ব্যবহার করা যায়।
- পা ফাটা দূর করে ইত্যাদি।
চলুন তাহলে এলোভেরা জেল ত্বকে ব্যবহারের নিয়ম সম্পর্কে জানা যাক। নিম্নোক্ত
নিয়মগুলো ব্যবহার করলে আপনার ত্বক বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পাবে।
১. এলোভেরা জেল যদি আপনি সরাসরি আপনার ত্বকে ব্যবহার করেন তাহলে পিম্পল বা একনে
সমস্যা থেকে রক্ষা পেতে পারেন।
২. এলোভেরা জেল ও লেবুর রস একসাথে ভালো করে মিক্স করে ত্বকে ব্যবহার করার ফলে
আপনার ত্বকে রেস জাতীয় সমস্যা থেকে রেহাই পাবে।
৩. ভিটামিন সি ক্যাপসুল ও অ্যালোভেরা জেল একসাথে ব্যবহারের ফলে ত্বকের রোদে পোড়া
ভাব দূর হবে এবং ত্বকের চামড়া টানটান ভাব আনবে।
৪. এলোভেরা জেল ও এসেন্সিয়াল ওয়েল ব্যবহার করার কারণে আপনার ত্বকের মৃত কোষ দূর
হবে। প্রথমে আপনাকে এক চামচ এলোভেরা জেল নিতে হবে এবং এতে হাফ চামচ এসেন্সিয়াল
ওয়েল দিয়ে মিক্স করতে হবে। এরপর আপনার ত্বকে ব্যবহার করতে পারেন।
৫. দুই চামচ এলোভেরা জেল এবং ডিমের সাদা অংশ ভালো করে মিক্স করে ত্বকে লাগিয়ে
রাখুন। এতে করে আপনার ত্বকে বলিরেখা দূর হবে।
৬. এলোভেরা জেল ও গোলাপজল ভালো করে মিশিয়ে আপনি ত্বকে ব্যবহার করতে পারেন এতে
করে আপনার ত্বক উজ্জ্বল হবে।
৭. অ্যালোভেরা জেল, কমলালেবুর খোসার গুড়ো, মধু মিশিয়ে প্যাক তৈরি করুন এবং
ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন
এতে করে আপনার ত্বকের কালো ভাব দূর হবে।
৮. অ্যালোভেরা জেল ও মুলতানি মাটি একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাগ বানিয়ে
মুখে লাগিয়ে রাখুন এতে করে ব্রণের দাগ দূর হবে।
৯. এলোভেরা জেল, দুধ, গোলাপের পাপড়ি ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে
লাগিয়ে রাখুন এতে করে ত্বকের রুক্ষতা দূর হবে এবং আগে থেকে বেশি উজ্জ্বল করবে।
১০. এলোভেরা জেল, চালের গুড়ো, দুধ, চন্দন মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং মুখে
স্ক্রাব হিসেবে ব্যবহার করুন ফলে ত্বকের হোয়াইট হেডস এবং ব্ল্যাকহেড দূর হবে।
উপরোক্ত নিয়মগুলো সঠিকভাবে মেনে আপনি যদি এলোভেরা জেল থেকে ব্যবহার করেন তাহলে
আপনার ত্বক আপনাকে ধন্যবাদ জানাবে। আশা করি এলোভেরা জেল ত্বকে ব্যবহারে নিয়ম
সম্পর্কে আপনারা জানতে পেরেছেন।
এলোভেরা জেল দিয়ে ফর্সা হওয়ার উপায়
আমরা সবাই প্রাকৃতিক ভাবে ফর্সা হওয়ার উপায় খুজি। প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার
উপায় খুঁজতে গিয়ে বেশিরভাগ সময় আমরা এলোভেরার কথা শুনতে পাই। এলোভেরা জেল
ব্যবহারের ফলে আপনার ত্বক প্রাকৃতিকভাবে ফর্সা করতে পারবেন। প্রাকৃতিকভাবে ফর্সা
করার জন্য আপনি অ্যালোভেরার সাথে ভিটামিন ই ক্যাপসুল, মধু, ভিটামিন সি ক্যাপসুল,
দুধ, গোলাপ জল ইত্যাদি ব্যবহার করতে পারেন।
আপনি যদি সপ্তাহে ২ থেকে ৩ বার অ্যালোভেরা জেল ব্যবহার করেন তাহলে
কিছুদিনের মধ্যেই আপনার ত্বক প্রাকৃতিকভাবে ফর্সা হয়ে যাবে। যদি আপনার ত্বকে
অন্য কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এলোভেরা জেল
ব্যবহার করবেন। তাছাড়া আপনি উপরোক্ত নিয়ম মেনে যদি অ্যালোভেরা ব্যবহার করেন
তাহলে অল্প সময়ের মধ্যে আপনার ত্বক প্রাকৃতিকভাবে ফর্সা হবে। আশা করি এলোভেরা জেল দিয়ে ফর্সা হওয়ার উপায় আপনারা জানতে পেরেছেন।
শুধু এলোভেরা মাখলে কি হয়
অনেকের মনে প্রশ্ন জাগে যে শুধু এলোভেরা ব্যবহারে ত্বকের কোন ক্ষতি হবে কিনা বা
শুধু এলোভেরা মাখলে কি হয়? এ সকল প্রশ্নের উত্তর এ বলা যাবে শুধু এলোভেরা মাখলে
কিছুই হয় না। যদি আপনার অ্যালার্জি সমস্যা থাকে তাহলে শুধু এলোভেরা মাখা থেকে
বিরত থাকবেন।
এলার্জির কোন সমস্যা না থাকলে আপনি শুধু এলোভেরা আপনার ত্বকে ব্যবহার করতে পারেন।
এতে করে ত্বকের কোন ক্ষতি হবে না। আরো আপনার ত্বক মসৃণ এবং প্রাণবন্তর হয়ে উঠবে।
আশা করি শুধু এলোভেরা মাখলে কি হয় আপনারা বুঝতে পেরেছেন।
এলোভেরা দিয়ে হাত পা ফর্সা হওয়ার উপায়
এলোভেরা শুধু ত্বকে বা চুলে ব্যবহার করা যায় এমন কোন কথা নেই। আপনি চাইলে
এলোভেরা দিয়ে হাত-পা ফর্সা করতে পারেন। চলুন তাহলে এলোভেরা দিয়ে হাত পা ফর্সা
হওয়ার উপায় সম্পর্কে জানা যাক।
অ্যালোভেরা ও হলুদ: এলোভেরা সাধে কিছুটা হলুদ গুঁড়ো ব্যবহার করলে আপনার
হাত এবং পা ফর্সা করতে পারবেন। এক চামচ এলোভেরা জেল এবং হাফ চামচ হলুদ নিয়ে ভালো
করে মিশিয়ে নিতে হবে এবং গোসলের আগে সম্পূর্ণ শরীরে ব্যবহার করতে পারেন। এতে করে
আপনার হাত এবং পায়ের কালো দাগ দূর হবে।
এলোভেরা ও এসেন্সিয়াল ওয়েল: এলোভেরা জেল এবং এক চামচ এসেনশিয়াল ওয়েল
ভালো করে মিক্স করে সম্পূর্ণ শরীরে এবং হাতে পায়ে মাখতে পারেন। শুকিয়ে গেলে
ঠান্ডা পানি দিয়ে প্রতিদিনের মতো গোসল করে নিবেন। এরকম করে সপ্তাহে দুই থেকে
তিনবার ব্যবহার করলে তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পাবেন।
অ্যালোভেরা জেল ও চালের গুঁড়ো: আমাদের হাত এবং পায়ের চামড়া অযত্নের
কারণে মরে যায়। তাই নতুন করে চামড়া বা কোষ তৈরি করার জন্য এলোভেরা জেল এর সাথে
চালের গুঁড়ো মিশিয়ে স্ক্রাব হিসেবে হাত এবং পায়ে ব্যবহার করতে পারেন। এতে করে
আপনার ভাত এবং পায়ের চামড়া নতুন কোষ হবে এবং দেখতে সুন্দর দেখাবে।
এলোভেরা জেল ও মুলতানি মাটি: মুলতানি মাটি আমাদের ত্বকের জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি উপাদান। তাই সপ্তাহে দুই থেকে তিনবার অ্যালোভেরা
জেল ও মুলতানি মাটি মিশিয়ে আপনার হাত এবং পায়ে মাখতে পারেন। শুকিয়ে গেলে
ঠান্ডা পানি দিয়ে প্রতিদিনের মতো গোসল করে নিবেন।
আশা করি এলোভেরা দিয়ে হাত পা ফর্সা হওয়ার উপায় সম্পর্কে জানতে পেরেছেন।
উপরোক্ত নিয়মগুলো মেনে আপনি যদি আপনার ত্বককে পরিচর্যা করেন তাহলে কিছুদিনের
মধ্যে ভালো ফলাফল পেতে পারেন।
এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায়
আমাদের মধ্যে অনেকেই মেছতা সমস্যায় ভুগেন। ত্বকে মেজতা হওয়ার কারণে দেখতে যেমন
খারাপ দেখায় তেমনি নিজের কাছেও একটি অস্বস্তি বোধ হয়। এই মেছতা থেকে রক্ষা পেতে
আমরা অনেক সময় বিভিন্ন মেডিসিন ব্যবহার করে থাকি।
যার ফলে ঠিক হওয়া তো দূরের কথা আরো ত্বক নষ্ট হয়ে। তাই প্রাকৃতিকভাবে মেছতা দূর
করার কিছু উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। এলোভেরা দিয়ে ও মেছতা দূর করা
যায়। চলুন তাহলে এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় সম্পর্কে জানা যাক।
এলোভেরা ও টমেটো: কিছুটা এলোভেরা জেল এবং টমেটো পেস্ট ভালো করে মিশিয়ে
ত্বকে লাগিয়ে রাখতে পারে। প্রতিদিন আপনাকে এই পেস্ট তৈরি করে আপনার ত্বকে
লাগিয়ে রাখতে হবে। এলোভেরা জেল ও টমেটো পেস্ট কিছুটা শুকিয়ে আসলে ভালো করে পাশ
থেকে ১০ মিনিটের মতো মেসেজ করতে হবে। এভাবে আপনি সপ্তাহে ৭ দিন নিয়ম মেনে করলে
সহজে মেছতা হালকা হয়ে যাবে।
দারচিনি,এলোভেরা ও দুধের সর: দারচিনি আমাদের ত্বকের মেছতা দূর করতে বেশ
সাহায্য করে। তাই এক চামচ এলোভেরা জেল এর সাথে কিছুটা দারচিনি এবং দুধের সর
মিশিয়ে হাত দিয়ে পুরো ত্বকে ভালো করে মেসেজ করুন। ১০ থেকে ১৫ মিনিটের মতো ত্বকে
লাগিয়ে রাখুন এবং শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে করে অতি
তাড়াতাড়ি আপনার ত্বকের মেছতা দূর হবে।
এলোভেরা জেল ও লেবুর রস: লেবুর রস আমাদের ত্বকে পরিষ্কার করে। তাই কিছুটা
এলোভেরা জেল ও এক চামচ লেবুর রস নিয়ে দশ থেকে ১৫ মিনিটের মতো তোকে লাগিয়ে রাখুন
এবং হালকা শুকিয়ে গেলে পাঁচ মিনিট মেসেজ করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে
ফেলুন। প্রতিদিন এভাবে ব্যবহার করুন ফলে আপনার ত্বকের মেছতা দূর হবে।
মধু ও অ্যালোভেরা জেল: মধু আমাদের ত্বকের কালো দাগ দূর করে। তাই এলোভেরা
জেল ও মধু একসাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ থেকে ২০ মিনিট পর আঙ্গুল দিয়ে
কিছুক্ষণ মেসেজ করুন এবং কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন এভাবে
ব্যবহারের ফলে আপনার ত্বকের মেছতা দূর হবে।
অ্যালোভেরা জেল ও ডাল: এক চামচ এলোভেরা জেল এর সাথে ডালের পেস্ট ভালো করে
মিশিয়ে মেছতার ওপর লাগিয়ে রাখুন। এতে করে আপনার ত্বকের মিথ্যা অল্পদিনে হালকা
হয়ে যাবে।
টক দই ও মধু: মেছতা দূর করতে টক দই বেশ উপকার করে। তাই প্রতিদিন এক চামচ
টক দই ও মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন এবং শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে
ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহারে আপনার ত্বকের মেছতা তাড়াতাড়ি দূর হবে।
উপরোক্ত নিয়মগুলো মেনে চললে আপনার ত্বক থেকে সহজেই মেছতা দূর করতে পারবেন। আশা
করি এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় সম্পর্কে জানতে পেরেছেন।
রাতে এলোভেরা ব্যবহার
রাতে এলোভেরা ব্যবহারের ফলে আপনি নানান ধরনের উপকার পেতে পারেন। এলোভেরা আমাদের
ত্বককে সুন্দর করে এবং নানান ধরনের সমস্যা থেকে রক্ষা করে। তাই আপনি যদি প্রতিদিন
রাতে এলোভেরা ব্যবহার করেন তাহলে আপনার তো অনেক সুন্দর হয়ে যাবে। প্রতিদিন রাতে
এলোভেরা ব্যবহার করলে ত্বকে ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
সারাদিন তকেডি হাইড্রেশন দূর করতে রাতে অবশ্যই এলোভেরা জেল ব্যবহার করবেন।
তাছাড়া রাতে এলোভেরা ব্যবহার করলে ত্বকের কালো দাগ দূর হবে এবং আরো অনেক উপকার
করবে। তাই আপনি চাইলে প্রতিদিন রাতে এলোভেরা ব্যবহার করতে পারেন।
এলোভেরা জেল চুলে ব্যবহারের নিয়ম
এলোভেরা আমাদের ত্বকের যেমন উপকার করে তেমনি চুলের যত্নে ও বেশ উপকার করে। কিছু
নিয়ম মেনে এলোভেরা জেল চুলে ব্যবহার করলে আমাদের চুল অনেক সুন্দর হয়ে যাবে।
চলুন তাহলে এলোভেরা জেল চুলে ব্যবহারের নিয়ম সম্পর্কে জানা যাক।
এলোভেরা জেল ও ক্যাস্টর অয়েল: আপনার যদি চুলে অতিরিক্ত খুশকি থাকে তাহলে
আপনি এলোভেরা জেল ও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। প্রথমে আপনাকে চুলের
গোড়ায় গোড়ায় এলোভেরা জেল ভালো করে দিতে হবে। এলোভেরা জেল সুখিয়ে আসলে
ক্যাস্টর অয়েল এর সাথে অন্য যেকোনো অয়েল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন
এতে করে আপনার চুলের খুশকি দূর হবে এবং চুলে সাইনি ভাব চলে আসবে।
এলোভেরা জেল ও ভিটামিন সি ক্যাপসুল: এলোভেরা জেল ও ভিটামিন সি
ক্যাপসুল একসাথে ভালো করে মিশিয়ে চুলে ব্যবহার করুন এতে করে আপনার চুল পড়া বন্ধ
হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।
এলোভেরা জেল ও নারিকেল তেল: আপনার চুল যদি রুক্ষ শুষ্ক হয়ে থাকে তাহলে
এলোভেরা জেল এর সাথে নারিকেল তেল মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। ফলে চুলে
রুক্ষ শুষ্ক ভাদুর হবে এবং চুল আগে থেকে অনেক শাইনি হয়ে যাবে।
এলোভেরা জেল ও শ্যাম্পু: এলোভেরা জেল যদি আপনি শ্যামপুর সাথে মিশিয়ে চুলে
ব্যবহার করেন তাহলে আপনার চুলের আগা ফাটা কমে যাবে।
অ্যালোভেরা জেল ও দই: চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এলোভেরা জেল ও দই
ব্যবহার করতে পারেন। কিছুটা এলোভেরা জেল এর সাথে দই ভালো করে মিশিয়ে চুলের গোড়া
থেকে আগা পর্যন্ত দিতে হবে। এতে করে আপনার চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
আশা করি চুলের উপকারে এলোভেরার গুরুত্ব আপনারা বুঝতে পেরেছেন। উপরোক্ত নিয়মগুলো
মেনে যদি আপনি চুলের পরিচর্যা করেন তাহলে অল্প দিনের মধ্যেই ভাল ফলাফল পাবেন।
এলোভেরা জেল চুলে ব্যবহারে নিয়ম আপনার বন্ধুবান্ধবদের জানাতে অবশ্যই পোস্টটি
শেয়ার করুন।
এলোভেরা ও লেবু দিয়ে চুলের যত্ন
চুলের যত্নে লেবুর ভূমিকা অপরিসীম। আবার যদি এলোভেরা ও লেবু ব্যবহার করেও চুলের
যত্ন করা যায়। অ্যালোভেরা জেল ও লেবু ব্যবহারের ফলে আপনার চুল স্বাভাবিক থেকে
বেশি বৃদ্ধি পাবে এবং চুলের গোড়া মজবুত হবে। ফলে চুল পড়া বন্ধ হবে। তাই কিছুটা
এলোভেরা জেল ও একটি লেবুর রস ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
এরপর চুলের গোড়ায় ভালো করে তৈরি করা পেজটি মেসেজ করুন। এক ঘন্টার মত চুলে
লাগিয়ে রাখুন এরপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এতে করে আপনার চুল সুন্দর
হবে এবং চুল বৃদ্ধি পাবে। সুতরাং বলা যায় যে এলোভেরা ও লেবু দিয়ে চুলের যত্ন
অপরিসীম। যাদের চুল পড়ে যায় এবং নতুন করে চুল গজায় না তারা এই উপকরণটির
ব্যবহার করতে পারেন ফলে ভালো ফলাফল পাবেন।
কোন এলোভেরা জেল ভালো
বর্তমান সময়ে অ্যালোভেরার বেশ কয়েকটি প্রোডাক্ট মার্কেটে এসেছে। যার কারনে কোন
এলোভেরা জেল ভালো আমরা নির্বাচন করতে বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তাই কোন
এলোভেরা জেল ভালো এটা নির্বাচন করার জন্য আপনাকে কিছু শর্ত অবলম্বন করতে হবে।
প্রথমে আপনাকে দেখতে হবে অ্যালোভেরা জেলের প্যাকেজিং কেমন।
অবশ্যই প্লাস্টিকের বোতল হবে এবং তা স্বচ্ছ হতে হবে। যাতে করে আপনি ভিতরে এলোভেরা
জেল দেখতে পারেন। এরপর আপনাকে দেখতে হবে এলোভেরা জেল তৈরির উপকরণ গুলো কি কি। যদি
কোন প্রকার ক্যামিকেল বা পারফিউম জাতীয় কিছু ব্যবহার করে এলোভেরা জেল তৈরি করেছে
তাহলে সেটা কি কেনা থেকে বিরত থাকবেন।
অবশ্যই এলোভেরা জেল তৈরি করতে কোন প্রকার কেমিক্যাল এর ব্যবহার করা হয় না
এমন প্রোডাক্ট আপনাকে নির্বাচন করতে হবে। আশা করি কোন এলোভেরা জেল ভালো হবে সেই
সম্পর্কে আপনারা জানতে পেরেছেন।
এলোভেরা জেল এর দাম কত
বিভিন্ন বাজারে বিভিন্ন দামে এলোভেরা জেল বিক্রি করা হয়। অ্যালোভেরা জেল এর দাম
কম বেশি হয় শুধু মাত্র প্রোডাক্টের গুণাগুণ ভালো কিনা তার ওপর নির্ভর করে। তবে
এলোভেরা জেল এর কিছু প্রোডাক্ট রয়েছে যা ১০০ পারসেন্ট ভালো। চলুন তাহলে এলোভেরা
জেল এর দাম কত জানা যাক।
আরো পড়ুন:কিউই ফল এর দাম
- Vanekaa aloe Vera smoothing gel - 300 tk
- Uyuey aloe Vera 99% oil control smoothing cleanser -220 tk
- Bioaqua 92% smoothing and moisture aloe Vera gel-590 tk
উপরোক্ত প্রোডাক্টগুলো আপনারা এই দামে পেয়ে যাবেন। তাছাড়া আরো অনেক প্রোডাক্ট
রয়েছে যা এর থেকে বেশি এবং কমেও পাওয়া যায়। অবশ্যই এলোভেরা জেল কিনার পূর্বে
কোন এলোভেরা জেল ভালো তা যাচাই করে নিবেন।
এলোভেরা জেল এর উপকারিতা
এলোভেরা জেল আমাদের ত্বক এবং চুলের অনেক উপকার করে। তাছাড়া এলোভেরা আমাদের
স্বাস্থ্যকেও সুরক্ষা করে। এলোভেরা জেল এর উপকারিতা সম্পর্কে কিছু তথ্য আপনাদের
মাঝে তুলেছি। এলোভেরা জেল ব্যবহার করার কারণে ত্বকের রেস, চুলকানি, রোদে পোড়া
দাগ, ব্রণ ইত্যাদি সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়।
আরো পড়ুন:বিটরুট পাউডার এর উপকারিতা
প্রতিদিন নিয়ম করে এলোভেরা জেল ত্বকে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়
এবং বয়সের ছাপ দূর হয়। তাছাড়া ত্বকের মসৃণতা বৃদ্ধি করে। এলোভেরা জেল আমাদের
চুলের জন্য বেশ উপকারী। এলোভেরা জেল নিয়মিত চুলে ব্যবহার করার ফলে চুলের রুক্ষতা
দূর হয় এবং চুলের খুশকি দূর করে।
এলোভেরা জেল এ এক প্রকার এন্টি ব্যাকটেরিয়াল এবং এন্টিফাঙ্গাল উপাদান রয়েছে যা
চুল পড়া ও খুশকি দূর করে এবং ত্বকের চুলকানি ও বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সমস্যা
থেকে রক্ষা করে। তাই বলা যায় যে এলোভেরা জেল এর উপকারিতা রয়েছে প্রচুর।
এলোভেরা খাওয়ার উপকারিতা
অ্যালোভেরা জেল খেলে আমাদের শরীরের নানা ধরনের উপকারে আসে। চলুন তাহলে এলোভেরা
খাওয়ার উপকারিতা সম্পর্কে জানা যাক।এলোভেরা তে এক ধরনের লেকটেটিভ উপাদান রয়েছে
যা আমাদের পেটকে পরিষ্কার করে। হজম শক্তি বৃদ্ধি করে। এলোভেরা খাওয়ার ফলে শরীরে
উচ্চ রক্তচাপ থেকে রক্ষা পাওয়া যায়।
তাছাড়া যারা ডায়াবেটিস সমস্যায় ভুগেন তারা নিয়মিত অ্যালোভেরার জুস খেতে
পারেন।এতে করে রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক হয়ে যাবে। এলোভেরা বিভিন্ন
চর্মরোগ জাতীয় সমস্যা থেকে রক্ষা করে। শরীরে অতিরিক্ত ডিহাইডেট হয়ে গেলে
অ্যালোভেরার তা পূরণ করতে সাহায্য করে। তাছাড়া এলোভেরা আমাদের খাদ্যনলি ও
পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে।
দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের ভারসাম্য রক্ষা করে।
অ্যালোভেরার থাকা উপাদান আমাদের শরীরে সাদা ব্লাড সেল গঠন করে যা ভাইরাসের সঙ্গে
লড়াই করে আমাদেরকে রক্ষা করে। অ্যালোভেরা খাওয়ার ফলে শরীরে অতিরিক্ত মেদ থেকে
রক্ষা পাওয়া যায়।
এবং কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়ায় আমরা সহজে আমাদের ওজন কমাতে পারবো।
অ্যালোভেরা আমাদের আরও অনেক উপকার করে। তাই বলা যায় এলোভেরা খাওয়ার উপকারিতা
রয়েছে প্রচুর।
পরিশেষের কথা
অ্যালোভেরার প্রাকৃতিক ভাবে আমাদের শরীর, ত্বক এবং চুলকে সুন্দর করে এবং সুস্থ
রাখে। তাই আমাদের উচিত প্রতিদিন রূপচর্চা হোক কিংবা শরীরকে সুস্থ রাখার হোক
নিয়মিত ব্যবহার এবং খাওয়া। এলোভেরা জেল ত্বকে ব্যবহারের নিয়ম, এলোভেরা জেল এর
উপকারিতা,এলোভেরা জেল দিয়ে ফর্সা হওয়ার উপায়,এলোভেরা জেল এর দাম কত ইত্যাদি
সম্পর্কে আপনাদের বন্ধু বান্ধবদের জানাতে অবশ্যই আর্টিকেলটি শেয়ার করুন। এবং
কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করুন। প্রতিটি কমেন্টের মূল্যায়ন করা
হয়। এরকম আরো তথ্য পেতে
www.twestinfo.com পেজে চোখ রাখুন।
টুইস্ট ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্টের উত্তর দেয়া হয়।
comment url