দরখাস্ত বা আবেদন পত্র কি?দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম
পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় জানুন
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই দরখাস্ত বা আবেদন পত্র কি?দরখাস্ত বা
আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে গুগলে সার্চ করেছ। তাহলে এই আর্টিকেলটি
তোমাদের জন্য। এই আর্টিকেলে দরখাস্ত বা আবেদন পত্র কি, এবং দরখাস্ত বা আবেদন পত্র
লেখার নিয়মসম্পর্কে যাবতীয় তথ্য আলোচনা করা রয়েছে।
বরাবর,
প্রধান শিক্ষক,
নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়
বিষয়:(দরখাস্ত বা আবেদনপত্রের বিয়ষ) এর জন্য আবেদন।
জনাব/জনাবা,
সবিনয় নিবেদন এই যে, আমি ( প্রেরকের নাম ও পরিচয় ) একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। ( এরপর আপনাকে দরখাস্ত বা আবেদন পত্র কোন বিষয়ে তা ব্যাখ্যা করতে হবে।
বিনীত নিবেদক,
বরাবর,
প্রধান শিক্ষক,
নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়
নওহাটা,রাজশাহী
বিষয়:অগ্রীম ছুটির জন্য আবেদন।
জনাব/জনাবা,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আগামি ০৭/০৩/২০২৪ইং আমার বড় ভাইয়ের বিবাহ উপলক্ষে ০৬/০৩/২০২৪ইং থেকে ০৯/০৩/২০২৪ইং পর্যন্ত আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না।অতএব বিনীত নিবেদন এই যে, উক্ত ৪ দিনের অগ্রীম ছুটি প্রদান করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্রী
রোমা আক্তার
শ্রেণী:৬ষ্ঠ
রোল:২৩
বরাবর,
প্রধান শিক্ষক,
নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়
নওহাটা,রাজশাহী
বিষয়:জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব/জনাবা,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণীর একজন মেধাবি ও নিয়মিত ছাত্র। আমি আপনার বিদ্যালয় এর বেতন ও অন্যান্য সকল খরচ ঠিক সময়ে পরিশোধ করেছি। আমার পরিবারের সকল খরচ আমার বাবা বহন করেন। গত তিন মাস আগে অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ হওয়ার পর আমরা পারিবারিক আর্থিক অনটনের মধ্যে পড়ে যাই। যার কারনে নির্ধারিত সময়ে ইস্কুলের বেতন ও অন্যান্য খরচ পরিশোধ করতে পারিনি।
বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী
মোঃ রোহান
শ্রেণী: দশম
রোল: ৩
বরাবর,
প্রধান শিক্ষক,
নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়
নওহাটা,রাজশাহী
বিষয়:নতুন স্কুলে ভর্তির জন্য আবেদন।
জনাব/জনাবা,
সবিনয় নিবেদন এই যে, আমি (পূর্বের স্কুলের নাম ও ঠিকানা উল্লেখ করুন) থেকে সকল বিষয়ে ভালো গ্রেডের সাথে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন আমি আপনার বিদ্যালয় (আপনার নাম ও শ্রেণী উল্লেখ করুন) ভর্তি হতে ইচ্ছুক।
অতএব বিনীত নিবেদন এই যে আমার পূর্ববর্তী সকল গ্রেডের পর্যালোচনা করে আমাকে আপনার বিদ্যালয় ভর্তি হওয়ার অনুমতি দান করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্রী
(শিক্ষার্থীর নাম ও ঠিকানা)
বরাবর,
পরীক্ষা নিয়ন্ত্রক
(আপনি যে বিদ্যালয়ের খাতা দেখবেন তার নাম উল্লেখ করতে হবে
বিদ্যালয়ে ঠিকানা উল্লেখ করতে হবে)
বিষয়: পরীক্ষার খাতা দেখার জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি (আপনার নাম ও রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর উল্লেখ করতে হবে) আমি গত মে মাসে পরীক্ষা চারটি বিষয়ে অংশগ্রহণ করেছি। কিন্তু এই বিষয়ে ভালো পরীক্ষা দেওয়া শর্তেও আমি অকৃতকার্য হয়েছি।
অতএব জনাবের নিকট আবেদন এই যে আমার পরীক্ষার খাতাগুলো পুনরায় দেখার জন্য আপনার সদর মর্জি হয়।
বিনীত নিবেদক,
(আপনার নাম রেজিস্ট্রেশন নং রোল নাম্বার এবং ফোন নম্বর সহ উল্লেখ করতে হবে।)
বরাবর,
প্রধান কর্মকর্তা,
(প্রতিষ্ঠানের নাম)
(প্রতিষ্ঠানের ঠিকানা)
বিষয়: সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
সম্মানপূর্বক সবিনয় নিবেদন এই যে, গত ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করেছি।
অতএব বিনীত নিবেদন এই যে আমার শিক্ষাগত যোগ্যতা ও জীবন বৃত্তান্ত বিবেচনা করে উক্ত পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে আমাকে নিয়োগ করতে আপনার মর্জি হয়।
নিবেদক,
আবেদনকারীর নাম ও ঠিকানা
সংযুক্তি
আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার পর তুমি দরখাস্ত ও আবেদনপত্র সম্পর্কে সঠিক
ধারণা পাবে। চলো তাহলে দেরি না করে এই সম্পর্কে জানা যাক।
সূচিপত্র:
ভূমিকা
আমাদের ছাত্র জীবনে বা কর্মজীবনে অনেক কাজেই দরখাস্ত ও আবেদন পত্র এর প্রয়োজন পড়ে। ছাত্র জীবনে বিভিন্ন কারণে যেমন: ছুটির জন্য,স্কুল বা কলেজ পরিবর্তনের জন্য তাছাড়া আরও নানান কাজে আমরা স্কুল বা কলেজের প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত বা আবেদন পত্র লিখে থাকি। আবার পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে দরখাস্ত বা আবেদন পত্র লিখতে হয়।আরো পড়ুন:জীবন বৃত্তান্ত লেখার নিয়ম
আর কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের নিয়োগ হওয়ার জন্য দরখাস্ত বা আবেদন
পত্র লিখে থাকি। কিন্তু আবেদনপত্র বা দরখাস্ত সঠিকভাবে লিখতে না পারায় পরীক্ষা
যেমন কম নাম্বার উঠে তেমনি বিভিন্ন ক্ষেত্রে অকার্যকর হয়ে থাকি। তাই তোমাদেরকে
সঠিক দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে জানাতে আজকের এই আর্টিকেল।
দরখাস্ত বা আবেদন পত্র কি?
দরখাস্ত বা আবেদন পত্র হলো নির্দিষ্ট কোন বিষয় নিয়ে একটি নির্দিষ্ট কাঠামো নিয়ম অনুসরণ করে পত্রের মাধ্যমে আবেদন করা। বিভিন্ন বিষয় নিয়ে আমরা দরখাস্ত বা আবেদন পত্র লিখতে পারি যেমন: ছুটির জন্য আবেদন,স্কুল পরিবর্তনের জন্য, অসুস্থতার জন্য, অনুপস্থিতির জন্য, চাকরির জন্য ইত্যাদি।
দরখাস্ত বা আবেদন পত্র আমাদের স্কুল জীবন থেকে কর্ম জীবন পর্যন্ত সকল কাজের জন্যই
প্রয়োজন হয়। আশা করি দরখাস্ত বা আবেদন পত্র কি তোমরা জানতে পেরেছো।দরখাস্ত বা
আবেদন পত্র কয়টি অংশ রয়েছে সে সম্পর্কে জানতে নীচে লক্ষ্য করো।
দরখাস্ত বা আবেদন পত্র এর কয়টি অংশ ও কি কি?
দরখাস্ত বা আবেদন পত্র লিখার কয়েকটি অংশ রয়েছে। আমাদের মধ্যে অনেক শিক্ষার্থীরাই জানে না যে দরখাস্ত বা আবেদন পত্র এর কয়টি অংশ ও কি কি। দরখাস্ত বা আবেদন পত্র এর মোট ৮ টি অংশ। প্রতিটি অংশকে অবশ্যই ক্রমানুসারে লিখতে হয়। চলো তাহলে জানা যাক অংশ কি কি।- তারিখ
- প্রাপকের সঠিক নাম ও ঠিকানা
- দরখাস্ত বা আবেদন পত্র এর বিষয়
- সম্মোধন
- বিষয় সম্পর্কে আলোচনা অর্থাৎ মূল অংশ
- বিদায় সম্ভাষণ
- প্রেরকের নাম ঠিকানা
- সংযুক্তি (চাকরি বা অন্যান্য ক্ষেত্রে)
দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম
দরখাস্ত বা আবেদন পত্র আমরা বিভিন্ন কাজের জন্য লিখে থাকি। ভিন্ন ভিন্ন কাজের ধরন অনুযায়ী দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম ও ভিন্ন ভিন্ন হয়। তবে দরখাস্ত লেখার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। যা আপনার সকল বিষয়ে এর ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে। বিষয়গুলো হচ্ছে:- তারিখ: দরখাস্ত লিখার প্রথমে আপনাকে সঠিক তারিখ উল্লেখ করতে হবে। অবশ্যই তারিখটি বামপাশে লিখতে হবে। এবং আপনি যেদিন দরখাস্তটি লিখছেন ওইদিনেরই তারিখ দিতে হবে।
- প্রাপকের সঠিক নাম ও ঠিকানা: আপনি যে কর্তৃপক্ষের কাছে দরখাস্ত লিখতে চাচ্ছেন তার নাম অথবা পদবী এবং সঠিক ঠিকানা লিখতে হবে।
- দরখাস্তের বিষয়: আপনি কি সম্পর্কে দরখাস্ত লিখছেন সে বিষয়ে উল্লেখ করতে হবে।
- সম্ভাষণ: বিষয় লেখার নিচে অবশ্যই আপনাকে প্রাপকের সম্ভাষণ করতে হবে। এক্ষেত্রে আপনি মহোদয়, মহাশয়, জনাব অথবা জনাবা ব্যবহার করতে পারেন।
- মূল অংশ: এবারে আপনাকে দরখাস্তের বিষয়ে সম্পর্কে গঠনমূলক বর্ণনা উল্লেখ করতে হবে। অবশ্যই দরখাস্তের ভাষা সম্মানজনক হতে হবে এবং আপনাকে সংক্ষেপে বিষয়ের বর্ণনা করতে হবে।
- প্রেরকের নাম ঠিকানা: এক্ষেত্রে আপনাকে আপনার সঠিক নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে।
দরখাস্ত বা আবেদন পত্র লিখার নমুনা
তারিখ:বরাবর,
প্রধান শিক্ষক,
নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়
নওহাটা,রাজশাহী
বিষয়:(দরখাস্ত বা আবেদনপত্রের বিয়ষ) এর জন্য আবেদন।
জনাব/জনাবা,
সবিনয় নিবেদন এই যে, আমি ( প্রেরকের নাম ও পরিচয় ) একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। ( এরপর আপনাকে দরখাস্ত বা আবেদন পত্র কোন বিষয়ে তা ব্যাখ্যা করতে হবে।
বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী
প্রেরকের নাম ও ঠিকানা
অগ্রীম ছুটির দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম
তারিখ:২৯/০২/২০২৪বরাবর,
প্রধান শিক্ষক,
নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়
নওহাটা,রাজশাহী
বিষয়:অগ্রীম ছুটির জন্য আবেদন।
জনাব/জনাবা,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আগামি ০৭/০৩/২০২৪ইং আমার বড় ভাইয়ের বিবাহ উপলক্ষে ০৬/০৩/২০২৪ইং থেকে ০৯/০৩/২০২৪ইং পর্যন্ত আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না।অতএব বিনীত নিবেদন এই যে, উক্ত ৪ দিনের অগ্রীম ছুটি প্রদান করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্রী
রোমা আক্তার
শ্রেণী:৬ষ্ঠ
রোল:২৩
জরিমানা মওকুফের জন্য দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম
তারিখ:২৯/০২/২০২৪বরাবর,
প্রধান শিক্ষক,
নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়
নওহাটা,রাজশাহী
বিষয়:জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব/জনাবা,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণীর একজন মেধাবি ও নিয়মিত ছাত্র। আমি আপনার বিদ্যালয় এর বেতন ও অন্যান্য সকল খরচ ঠিক সময়ে পরিশোধ করেছি। আমার পরিবারের সকল খরচ আমার বাবা বহন করেন। গত তিন মাস আগে অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ হওয়ার পর আমরা পারিবারিক আর্থিক অনটনের মধ্যে পড়ে যাই। যার কারনে নির্ধারিত সময়ে ইস্কুলের বেতন ও অন্যান্য খরচ পরিশোধ করতে পারিনি।
অতএব মহোদয়ের নিকট আমার আবেদন যে আমার আর্থিক সমস্যার কথা চিন্তা করে জরিমানা
মওকুফের অনুমতি দিয়ে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী
মোঃ রোহান
শ্রেণী: দশম
রোল: ৩
নতুন স্কুলে ভর্তির জন্য দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম
তারিখ:২৯/০২/২০২৪বরাবর,
প্রধান শিক্ষক,
নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়
নওহাটা,রাজশাহী
বিষয়:নতুন স্কুলে ভর্তির জন্য আবেদন।
জনাব/জনাবা,
সবিনয় নিবেদন এই যে, আমি (পূর্বের স্কুলের নাম ও ঠিকানা উল্লেখ করুন) থেকে সকল বিষয়ে ভালো গ্রেডের সাথে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন আমি আপনার বিদ্যালয় (আপনার নাম ও শ্রেণী উল্লেখ করুন) ভর্তি হতে ইচ্ছুক।
অতএব বিনীত নিবেদন এই যে আমার পূর্ববর্তী সকল গ্রেডের পর্যালোচনা করে আমাকে আপনার বিদ্যালয় ভর্তি হওয়ার অনুমতি দান করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্রী
(শিক্ষার্থীর নাম ও ঠিকানা)
পরীক্ষার খাতা দেখার জন্য দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম
তারিখ:২৯/০২/২০২৪বরাবর,
পরীক্ষা নিয়ন্ত্রক
(আপনি যে বিদ্যালয়ের খাতা দেখবেন তার নাম উল্লেখ করতে হবে
বিদ্যালয়ে ঠিকানা উল্লেখ করতে হবে)
বিষয়: পরীক্ষার খাতা দেখার জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি (আপনার নাম ও রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর উল্লেখ করতে হবে) আমি গত মে মাসে পরীক্ষা চারটি বিষয়ে অংশগ্রহণ করেছি। কিন্তু এই বিষয়ে ভালো পরীক্ষা দেওয়া শর্তেও আমি অকৃতকার্য হয়েছি।
অতএব জনাবের নিকট আবেদন এই যে আমার পরীক্ষার খাতাগুলো পুনরায় দেখার জন্য আপনার সদর মর্জি হয়।
বিনীত নিবেদক,
(আপনার নাম রেজিস্ট্রেশন নং রোল নাম্বার এবং ফোন নম্বর সহ উল্লেখ করতে হবে।)
সহকারি শিক্ষক পদে দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম
তারিখ:২৯/০২/২০২৪বরাবর,
প্রধান কর্মকর্তা,
(প্রতিষ্ঠানের নাম)
(প্রতিষ্ঠানের ঠিকানা)
বিষয়: সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
সম্মানপূর্বক সবিনয় নিবেদন এই যে, গত ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করেছি।
অতএব বিনীত নিবেদন এই যে আমার শিক্ষাগত যোগ্যতা ও জীবন বৃত্তান্ত বিবেচনা করে উক্ত পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে আমাকে নিয়োগ করতে আপনার মর্জি হয়।
নিবেদক,
আবেদনকারীর নাম ও ঠিকানা
সংযুক্তি
- জীবন বৃত্তান্ত
- এক কপি ছবি
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি
- জাতীয় পরিচয় পত্র
টুইস্ট ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্টের উত্তর দেয়া হয়।
comment url