IELTS আইইএলটিএস পরীক্ষার ধরন ও খরচ বিস্তারিত পড়ুন
পড়ালেখায় মনোযোগ বৃদ্ধির উপায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,আজকে IELTS আইইএলটিএস কি? IELTS আইইএলটিএস পরীক্ষার ধরন ,IELTS আইইএলটিএস কেন করা হয়? IELTS আইইএলটিএস করতে কত টাকা লাগে ইত্যাদি বিষয় সম্পর্কে জানব।
আমাদের সকলেরই স্বপ্ন থাকে আমরা দেশের বাইরে গিয়ে উচ্চ শিক্ষা বা বিদেশের লাইফ সেটেল করব।সেই সুযোগ আমরা পেয়ে যাচ্ছি IELTS আইইএলটিএস পরীক্ষা দেওয়ার মাধ্যমে।তাই IELTS আইইএলটিএস পরীক্ষা সম্পর্কে জানতে পোস্টটি পড়ুন।
সূচিপত্র
ভূমিকা
বর্তমান যুগে IELTS আইইএলটিএস পরীক্ষা সকলের কাছে খুব পরিচিত একটি বিষয়। কিন্তু আমরা IELTS আইইএলটিএস পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য বা কিভাবে শুরু করতে হবে সেই সম্পর্কে তেমন কিছুই জানিনা।এ পরীক্ষা আমাদের ভবিষ্যৎকে গড়ে তুলবে স্বপ্নের ভবিষ্যৎ হিসেবে। তাই IELTS আইইএলটিএস পরীক্ষা সম্পর্কে সামান্য কিছু তথ্য দেয়া আজকে আমার প্রচেষ্টা।
IELTS আইইএলটিএস কি?
IELTS আইইএলটিএস হল সারা বিশ্বব্যাপী ইংরেজি দক্ষতা যাচাইয়ের একটি মাধ্যম। IELTS এর পূর্ণরূপ International English Language Testing System।ভালো ক্যারিয়ার উন্নত জীবনযাপন ও স্বপ্নের বিশ্ববিদ্যালয় পড়ালেখার জন্য IELTS করা হয়।আইএলটিএস পরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তির ইংরেজি দক্ষতা যাচাই করা হয়। দক্ষতা যাচাই করার পর তাদের স্কোর দেয়া হয়।
যার স্কোর যত বেশি হয় সে উচ্চ শিক্ষা বা চাকরির জন্য স্বপ্নের দেশে যাওয়ার সুযোগ পায়। এই পরীক্ষার মাধ্যমটি ১৯৮৯ সাল থেকে শুরু হয়। তখন প্রায় এক লাখের বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার স্বীকৃতি প্রধান করেন। ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য এই পরীক্ষা নেয়া হয়। তাছাড়া যে সকল দেশের ভাষা ইংলিশ সে সকল দেশের নন নেটিভ ইংলিশ ভাষাভাষীদের যাওয়ার জন্য এই পরীক্ষাটি বিশেষ সুবিধা প্রদান করে।
আইএলটিএস স্কোর এর ওপর নির্ভর করে আবেদনকারী যে দেশের ভিসা পেতে অনুমোদিত হবেন। ওই দেশে মানিয়ে চলা ও নিজের ক্যারিয়ার বিল্ডআপ প্রয়োজনীয় ভাষাগত যোগ্যতা রয়েছে কিনা তা বাছাই করা হয়। আশা করি IELTS আইইএলটিএস কি সে সম্পর্কে বুঝতে পেরেছেন। IELTS আইইএলটিএস পরীক্ষার ধরন জানতে নিচে পড়ুন।
IELTS আইইএলটিএস পরীক্ষার ধরন
IELTS আইইএলটিএস পরীক্ষা সাধারণত এক ধরনের ভাষাগত যোগ্যতা ও দক্ষতা যাচাইয়ের জন্য হয়ে থাকে। শুধুমাত্র ইংরেজি ভাষার দেশগুলোতে যাওয়ার জন্য এই পরীক্ষা বা পরীক্ষার স্কোর কি পয়েন্ট হিসেবে কাজ করে। ইউরোপ, কানাডা, ইউনাইটেড -স্টেট, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের প্রায় ১৪০ টির দেশের মতো প্রার্থী নির্বাচন করার জন্য এই দক্ষতা বিবেচিত হয়। IELTS আইইএলটিএস পরীক্ষার ধরন চার রকমের হয়। যেমন:
লিসেনিং (Listening):
- সময়:৩০ মিনিট।
- ধরন: দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন, লেকচার, উক্তি বা নাটকের কিছু সংলাপ ইত্যাদি।
রিডিং (Reading):
- সময়: ৬০ মিনিট।
- ধরন: এভাবে ৪০ টি প্রশ্ন দেওয়া হবে। টেক্সট ধরণ হবে ওয়ার্ডপ্লেস টেক্সট ,সোসিয়াল সিচুয়েশন ইত্যাদি।
রাইটিং (Writing):
- সময়:৬০ মিনিট।
- রাইটিং দুই ধরনের হয়ে থাকে। একটি হলো একাডেমিক রাইটিং, আরেকটি হল জেনারেল ট্রেনিং রাইটিং। অ্যাকাডেমিক রাইটিং এ তিনটি বড় অনুচ্ছেদ থেকে ৪০ টি প্রশ্ন দেওয়া হবে। এ চল্লিশ টি প্রশ্নকে ডেসক্রিপশন থেকে এনালিটিক্যাল করতে হবে। জেনারেল ট্রেনিং রাইটিং এ কোন ঘটনা বর্ণনা করা হবে বা ১৫০ শব্দের একটি অনুচ্ছেদ দেওয়া হবে। তার ভিত্তিতে ২৫০ শব্দের অনুচ্ছেদ লিখতে হবে।
স্পিকিং(Speaking):
- সময়: ১০ থেকে ১৫ মিনিট।
- ধরন: এই ধাপে এক্সামিনারের সাথে সরাসরি ইংরেজিতে কথোপকথন করতে হবে।
উপরোক্ত এই চারটি ধাপ অতিক্রম করতে পারলে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। অবশ্যই প্রতিটি ধাপে ভালো স্কোর করতে হবে।
IELTS আইইএলটিএস পরীক্ষার স্কোর বা গ্রেট কত হবে
IELTS আইইএলটিএস পরীক্ষায় লিসেনিং রিডিং রাইটিং ও স্পিকিং এই চারটি বিভাগের ১ থেকে ৯ পর্যন্ত স্কোর অর্জন করতে পারবেন। এবং এই চারটি বিভাগের স্কোর গড় করে আপনার প্রাপ্ত স্কোর দেওয়া হবে। প্রাপ্ত গড় স্কোর এর মধ্যে ৬.০/৭.০/৮.০ পাবেন। স্কোর বা গ্রেট কত হবে তা আপনার পরীক্ষার ওপর নির্ভর করবে।
IELTS আইইএলটিএস কেন করা হয়?
অনেক শিক্ষার্থী রয়েছে যাদের মনে এমন প্রশ্ন আসে যে IELTS আইইএলটিএস কেন করা হয়? তাদের বলব আইএলটিএস করলে অনেক কিছুই হতে পারে। অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ স্বপ্ন হয়ে থাকে যে সে উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণ করবে।
তাদের জন্য IELTS আইইএলটিএস একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসতে পারে। বিদেশে পড়াশোনা করতে যাওয়া বা চাকরি করার জন্য পৃথিবীর ১৪৫ টির ও বেশি দেশে যেতে চাইলে IELTS আইইএলটিএস ছাড়া কোন বিকল্প নেই।যে সকল দেশের ভাষা ইংরেজি সে সকল দেশে যেতে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে।
এবং এ দক্ষতার প্রমাণ দিতে আইএলটিএস করতে হবে।IELTS আইইএলটিএস কেন করা হয়? এই প্রশ্নের উত্তরে যদি বলতে হয় তাহলে বলব ভবিষ্যত উজ্জ্বল করার জন্য বা উচ্চ শিক্ষা ও বিদেশে ভালো চাকরি করতে চাইলে এই পরীক্ষা করে দিতে পারে আপনার মনের আশা পূর্ণ।
IELTS আইইএলটিএস কিভাবে শুরু করব
IELTS আইইএলটিএস শুরু করতে প্রথমে আপনাকে হতে হবে অনেক পরিশ্রমী। তারি সাথে আপনাকে সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় কিছু টিপস অনুসরণ করতে হবে। জীবনের লক্ষ্য ঠিক রেখে এর প্রস্তুতি নিতে হবে। এবং এই পরীক্ষায় ভালো স্কোর উঠাতে চাইলে রুটি কাজ করতে হবে। কিছু দিক নির্দেশনার মধ্যে
- ইংরেজি বই পড়া
- ইংরেজি ম্যাগাজিন, নিউজ পেপার ও স্টোরি বই পড়া।
- নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করা।
- ইংরেজি বেশি করে শোনা। ইত্যাদি
নিয়মিত এগুলো করার কারণে আপনি আপনার ইংরেজি প্র্যাকটিস কে আরো উন্নত করতে পারবেন। তাছাড়া youtube,facebook এ সকল সোশ্যাল মিডিয়া গুলোতে ইংরেজি ভাষায় কথোপকথনের অনেক অডিও বা ভিডিও পাওয়া যায়। সেগুলো দেখে প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করা। আরো কিছু টিপস হিসেবে আপনি আপনার ক্লাসমেট কিংবা বন্ধু বান্ধবদের সাথে ইংরেজিতে কথা বলতে পারেন।
IELTS আইইএলটিএস জন্য ইংরেজিতে কথা বলার পাশাপাশি নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হবে। সঠিক দিকনির্দেশনা ও প্রপার প্র্যাকটিসের জন্য আপনি বিভিন্ন IELTS আইইএলটিএস শেখানোর কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন। শেষও কল কোচিং সেন্টারে আপনাকে আরো ভালো ইংরেজিতে কথা বলতে শিখাবে এবং এই পরীক্ষা সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হবে।
IELTS আইইএলটিএস করতে কত টাকা লাগে
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে IELTS আইইএলটিএস করতে কত টাকা লাগে? আসলে এই কোর্স টি সম্পন্ন করার জন্য বিভিন্ন কোচিং সেন্টার গুলোতে বিভিন্ন এমাউন্ট রাখা হয়। আপনি যদি কোন কোচিং সেন্টার থেকে এর প্রশিক্ষণ নিতে চান তাহলে ২০ থেকে ৩০ হাজার টাকার মত খরচ হতে পারে।কিন্তু যদি নিজে নিজে প্র্যাকটিস করার চিন্তা-ভাবনা করেন তাহলে অল্প খরচের মধ্যেই এটি করা সম্ভব হবে।
IELTS আইইএলটিএস এর জন্য বিভিন্ন বই পাওয়া যায়। সে সকল বই পড়ে আপনি প্রোপার প্রশিক্ষণ নিতে পারবেন। বইগুলোর মধ্যে একটি জনপ্রিয় বই হচ্ছে- The official Cambridge guide to IELTS student book। এই বইটি আপনি পেয়ে যাবেন। রিডিং রাইটিং লিসেনিং ও স্পিকিং এই চার ধরনের বই রয়েছে। তাছাড়া আপনার ইংরেজি শব্দ শিখার জন্য Vocabulary বই রয়েছে।
এই বইগুলো আপনি অনলাইনে পিডিএফ আকার ও পেয়ে যাবেন। তাছাড়া আরো অনেক বই রয়েছে যা আপনাকে IELTS আইইএলটিএস পরীক্ষার জন্য অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। নিজে নিজে বাসায় প্র্যাকটিস করার মাধ্যমে আইএলটিএস কমপ্লিট করতে চাইলে এভাবে করতে পারেন এতে করে আপনার খরচ কেমন একটা হবে না।
লেখকের মন্তব্য
IELTS আইইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এই পরীক্ষার ধরন সম্পর্কে জানতে হবে।IELTS আইইএলটিএস পরীক্ষার ধরন সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এ পরীক্ষার সম্পর্কে আরো তথ্য পেতে অবশ্যই আমার পেজে চোখ রাখুন। এবং আপনাদের আশেপাশে এমন শিক্ষার্থী বন্ধু থাকলে যারা এই পরীক্ষার সম্পর্কে তেমন তথ্য জানেনা তাদেরকে জানাতে অবশ্যই পোস্টটি শেয়ার করুন। আরো তথ্য পেতে www.twestinfo.com পেজে চোখ রাখুন।
টুইস্ট ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্টের উত্তর দেয়া হয়।
comment url