সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪
সকল প্রিয় ইসলাম ধর্ম অনুসরণকারী মুসলিমদের জানাই আস্সালামু আলাইকুম।চোখের পলকেই
পবিত্র মাহে রমজান আমাদের মাঝে চলে এসেছে।মাহে রমজানের সম্ভাব্য তারিখ আরব আমিরাত
মহাকাশ ও জ্যোতিবিদ্যাবিষয়ক সংস্থা আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটি ঘোষনা
করেছেন।তাই সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪ বিস্তারিত জানতে সম্পূর্ন পড়ুন।
সূচিপত্র:
রোজা কী?
রোজা একটি ফারসি শব্দ। রোজা শব্দটির অর্থ সংযম বা বিরত থাকা। সুবহে সাদেক বা ভোরের আলো থেকে শুরু করে সূযাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার,পাপাচার, কামাচার এবং সেই সাথে সকল প্রকার ভোগ-বিলাস থেকে বিরত থাকাই হলো রোজা।ইসলামি বিধান অনুযায়ী- সকল প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ। (ফরজ= যার অর্থ অবশ্য পালনীয়) ।রোজার ইতিহাস
৬২২ খৃষ্টাব্দে মক্কা থেকে সাহাবীদের নিয়ে মদিনায় হিজরত করেন মুহাম্মদ (সঃ)।
হিজরতের তারিখ থেকে মুসলিমদের হিজরি সাল গণনা করা হয়।কুরআনে ঘোষনা করা রয়েছে:
যারা ইমান এনেছে তোমাদের উপর রোযা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর
ফরজ করা হয়েছিল ।যাতে করে তোমরাও তাক্ওয়া অবলম্বন করতে পার” (সূরা বাকারা: ১৮৩)
হযরত আদম (আঃ) নিষিদ্ধ ফল খাওয়ার পর তাওবা করেছিলেন কিন্তু ৩০ দিন তাহার তাওবা
কবুল হয়নি।৩০ দিন পর তাওবা কবুল হওয়ার পর তাহার বান্দাদের উপর রোজা ফরজ করে দেয়া
হয়।
সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪:(ঢাকার সময়ের জন্য প্রযোজ্য)
রহমতের ১০ দিন
মাগফিরাতের ১০ দিন
নাজায়াতের ১০ দিন
অন্যান্য বিভাগের জন্য:(সেহেরি)
- চট্রগ্রাম = ২ মিনিট বিয়োগ করতে হবে।
- রাজশাহী= ৫ মিনিট যোগ করতে হবে।
- খুলনা=৬ মিনিট যোগ করতে হবে।
- সিলেট=৯ মিনিট বিয়োগ করতে হবে।
- বরিশাল=২ মিনিট যোগ করতে হবে।
- রংপুর=১ মিনিট বিয়োগ করতে হবে।
- ময়মনসিং=৩ মিনিট বিয়োগ করতে হবে।
- চট্রগ্রাম =৮মিনিট বিয়োগ করতে হবে।
- রাজশাহী=৮ মিনিট যোগ করতে হবে।
- খুলনা=২ মিনিট যোগ করতে হবে।
- সিলেট=৪মিনিট বিয়োগ করতে হবে।
- বরিশাল=২মিনিট বিয়োগ করতে হবে।
- রংপুর=৮ মিনিট যোগ করতে হবে।
- ময়মনসিং=১ মিনিট যোগ করতে হবে।
রোজার ফজিলত:
- রমজান মাসে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে । আল্লাহ তায়ালা পবিত্র কুরআন মজিদে অনেক বাণী উল্লেখ করেছেন।
- আল্লাহ তায়ালা রোজাদার ব্যক্তিকে নিজে পুরস্কিত করবেন।
- কেয়ামতের দিন রোজাদার ব্যক্তির জন্য বিশেষভাবে পানির ব্যবস্থা থাকবে।
- আল্লাহর সন্তুষ্টির জন্য যে বান্দা রোজা রাখবেন. মৃত্যুর পর সে জান্নাতে প্রবেশ করবেন।
- রোজা কেয়ামতের দিন নিজে সুপারিশ করবেন।
- রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর কাছে সুগন্ধির মতো।
- রোজা অন্তরের হিংসা-বিদ্দেশ দূর করে।
- রোজা হলো জাহান্নাম থেকে বাচাঁর ঢাল।
পরিশেষে বলা যায়
রোজা রাখা একজন মুসলমান ব্যক্তির জন্য ফরজ।রোজা আমাদের বিভিন্ন পাপ কাজ থেকে
বিরত রাখে।সেহরি ও ইফতারের সময়সূচি২০২৪ সবাইকে জানাতে পোষ্টটি শেয়ার করুন। ইসলামিক আরো তথ্য পেতে
www.twestinfo.com তে চোখ রাখুন।
টুইস্ট ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্টের উত্তর দেয়া হয়।
comment url