চোখের গঠন, বিভিন্ন অংশের কাজ ও রোগ সম্পর্কে বিস্তারিত জানুন

চোখের রোগ ও প্রতিকার সম্পর্কে জানুনচোখ আমাদের দেহে সংবেদনশীল একটি অঙ্গ । আমাদের দৈনন্দিন সকল কাজে চোখের অবদান অপরিসীম। দৈনন্দিন হাজারো কাজের ব্যস্ততার প্রভাব আমাদের চোখের উপর পড়ে থাকে। এতে করে আমাদের চোখের ক্ষতি হচ্ছে কিনা এই ব্যাপারে আমরা কখনোই ভেবে দেখি না। চোখের যত্ন রাখতে অবশ্যই আমাদের চোখের সকল বিষয় জানা অত্যন্ত জরুরী।
চোখের গঠন, বিভিন্ন অংশের কাজ ও রোগ সম্পর্কে বিস্তারিত জানুন
দৈনন্দিন খাবার অনিয়ম করার কারণে ও আমাদের চোখের সমস্যা দেখা দিতে পারে। তাই চোখের বিষয়ে কিছু তথ্য জানানোর জন্য আজকের এই পোস্ট। এই পোস্টে আপনারা জানতে পারবেন চোখ কি?, চোখের কাজ কি?,চোখের বিভিন্ন অংশ ,বিভিন্ন অংশের কাজ ও বিভিন্ন রোগ সম্পর্কে। তাই সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

সূচিপত্র:চোখের গঠন, বিভিন্ন অংশের কাজ ও রোগ সম্পর্কে

নিচের পোষ্টে উপরোক্ত বিষয়ে আলোচনা করা হয়েছে।

চোখ কি?

চোখ হলো মানবদেহের আলোক সংবেদনশীল ও দর্শনকেন্দ্রীয় অঙ্গ। যার সাহায্যে আমরা কোনো কিছু দেখতে পাই। মানুষ ও প্রাণীদের চোখ ভিন্ন হয়ে থাকে। সরল চোখ শুধু মাত্র আলোর উপস্থিতি ও অনুপস্থিত বুঝতে পারে। জটিল চোখের ক্ষেত্রে আকৃতি ও বর্ণ ভিন্ন হতে পারে।

চোখের কাজ কি?

মানবদেহের একটি বিশেষ অঙ্গ হচ্ছে চোখ। তার মাধ্যমে আমরা আমাদের আশেপাশের সকল কিছু দেখতে পাই। ছোট বা বড় কোন বস্তু , দূরবর্তী স্থানের কিছু শনাত্তকরন, রঙের পার্থক্য করা , আলোর উপস্থিতি বা অনুপস্থিতি শনাক্ত করতে পারে। চোখ মূলত ক্যামেরার মতো কাজ করে। চোখের অক্ষি ক্যামেরার লেন্সের মতো কাজ করে। চোখের পাতা ক্যামেরার শাটারের মতো কাজ। রেটিনা ফটোগ্রাফির ফ্লিম্মের মতো কাজ করে।

চোখের বিভিন্ন অংশ:

চোখ অনেকগুলো অঙ্গ নিয়ে গঠিত। তা নিম্নরূপ:
  • শ্লেতমন্ডল
  • কর্নিয়া
  • আইরিশ
  • পিউপিল
  • লেন্স
  • রেটিনা
  • একুয়াস হিউমর
  • ভিট্রিয়াস হিউমর
  • অপটিক নার্ভ
  • অন্ধবিন্দু
  • কোরয়েড
  • অশ্রু গ্রন্থি
  • কনজাংটিভা
  • রড কোষ
  • সিলিয়ারি বডি
  • কোন কোশ
বিভিন্ন অংশের বিস্তারিত জানতে: এখানে ক্লিক করুন

চোখর বিভিন্ন অংশের কাজ

  • শ্বেতমন্ডল: অক্ষিগোলকের পশ্চাৎ ভাগের স্তর রক্ষা করা।
  • কর্নিয়া: প্রতিসারক মাধ্যম ও আলোক রশ্মি কেন্দীভূত করা।
  • আইরিশ: তারারন্ধ্র কে সংকুচিত ও প্রসারিত করা।
  • পিউপিল: চোখে আলোক রশ্মি প্রবেশ করানো।
  • লেন্স: আলোক প্রতিসারন ঘটানো ও রশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করা।
  • রেটিনা: বস্তুর প্রতিভিম্ব তৈরি করা।
  • অ্যাকুয়াস হিউমার: প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে।
  • ভিট্রিয়াস হিউমার: প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করা।
  • কোরয়েড: রেটিনা রক্ষা ও বিচ্ছুতির আলোর প্রতিফলন রোধ করা।
  • অশ্রু গ্রন্থি: চোখের আদ্রতা রক্ষা করা।
  • কনজাংটিভা: কর্নিয়াকে রক্ষা করা।
  • রড কোষ: মৃদু আলো শোষন।
  • সিলিয়ারি বডি: লেন্সর উপযোজনে সাহায্য করা।
  • কোন কোষ: উজ্জ্বল আলো ও বর্ণ শোষন করা।

চোখের বিভিন্ন রোগ:

  • হাইফেমা
  • মাকুলার ডিজেনারেশন
  • ইউভাইটিস
  • রেটিনার বিচুৎতি
  • কর্নিয়াল ঘর্ষন
  • শুকনো চোখ
  • অ্যাম্ভলিওপিয়া
  • ডায়াবেটিস রেটিনা ক্ষয়
  • দৃষ্টিভঙ্গি
  • ছানি
  • ল্গুকোমা
  • রাতকানা
রোগের লক্ষন ও প্রতিকার জানতে: এখানে ক্লিক করুন

শেষ কথা:

চোখ আমাদের অতি মূল্যবান একটি অঙ্গ। তাই চোখের যত্ন নেয়া অতিব জরুরি। আশা করি আমার পোস্টটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। তাই আপনার প্রিয় বা আপনার কাছের মানুষদের কেউ জানানোর জন্য অবশ্যই পোস্টটি শেয়ার করুন।

 এবং আপনাদের কোন মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ।আপনাদের সকল কমেন্টের মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ। আরো অনেক প্রকার তথ্য জানতে www.twestinfo.com ফলো করুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টুইস্ট ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্টের উত্তর দেয়া হয়।

comment url